Dhaka ০৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
কৃষকলীগের আলোচনা সভায়

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দুর্বার গতিতে দেশ এগিয়ে যাবে- স্বরাষ্ট্রমন্ত্রী

জনতার আদালত অনলাইন ।।
  • প্রকাশের সময় : ০৭:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
  • / ১৩২৪ জন সংবাদটি পড়েছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ কৃষকলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, শেখ হাসিনা তিনি ক্ষমতায় থাকলে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে। তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন যেন দেশের ক্ষমতায় থাকেন, আমাদের সেই চেষ্টা করতে হবে।

শনিবার সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম মতিয়া চৌধুরী এমপি, সভাপতিমন্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও  বলেন, ‘দেশের মানুষ আরও বিশ্বাস করে, যতদিন ক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, ততদিন দেশের উন্নয়ন হবে। এছাড়া তার পরিকল্পনা মাফিক দেশ এগিয়ে যাবেই যাবে।’ ২০৪১ সালে আমরা অবশ্যই উন্নত বাংলাদেশ হবোই হবো। তিনি আজ শুধু বাংলাদেশের নেতা নন, বিশ্বের নন্দিত নেতা। শেখ হাসিনা সেদিন এসেছিলেন বলেই আজ আমরা তলাবিহীন ঝুড়ির দেশের তকমা থেকে বেরিয়ে উন্নত দেশের কাতারে দাঁড়াতে আসতে পারেছি।’ শেখ হাসিনাকে শুধু রোহিঙ্গাদের প্রত্যাবাসন এই মাদার অফ হিউম্যানিটি বিশেষণে দেওয়া হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নসহ করোনার ভ্যাকসিন নিশ্চিত করা নিয়েও তাকে বিভিন্ন বিশেষণে ভূষিত করা হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রীকে ২৮ থেকে ৩০টির বেশি বিশেষণে ভূষিত করা হয়। আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে এলেন তখন দেশের রাজনীতিতে একটা অরাজকতা পরিস্থিতি দাঁড়িয়ে গিয়েছিল নেতার অভাবে। অনেক নেতাই আত্মগোপনে চলে যান। সবারই ধারণা হয় এই পরিস্থিতি সামাল দিতে পারবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দেশে জঙ্গি ও সন্ত্রাসী উত্থান ঘটেছিল। সেটি আমরা শেখ হাসিনার নেতৃত্বেই দমন করতে সক্ষম হয়েছি। এছাড়া আজকে আপনারা দেখেছেন বাংলাদেশকে কোন জায়গায় থেকে তুলে নিয়ে গেছে, তিনি বলেছেন বদলে দিবেন বাংলাদেশকে, বদলে দিয়েছেন। তিনি যথার্থই বলেছিলেন সেদিন।’

কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদুন্নাহার লাইলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ কৃষক লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন, এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষক লীগ।

কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বদেশ প্রত্যাবর্তন উদযাপন কমিটির সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী হক এর সঞ্চালনায় বক্তব্য দেন কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কৃষকলীগের আলোচনা সভায়

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দুর্বার গতিতে দেশ এগিয়ে যাবে- স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ০৭:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাংলাদেশ কৃষকলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, শেখ হাসিনা তিনি ক্ষমতায় থাকলে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে। তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন যেন দেশের ক্ষমতায় থাকেন, আমাদের সেই চেষ্টা করতে হবে।

শনিবার সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম মতিয়া চৌধুরী এমপি, সভাপতিমন্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও  বলেন, ‘দেশের মানুষ আরও বিশ্বাস করে, যতদিন ক্ষমতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, ততদিন দেশের উন্নয়ন হবে। এছাড়া তার পরিকল্পনা মাফিক দেশ এগিয়ে যাবেই যাবে।’ ২০৪১ সালে আমরা অবশ্যই উন্নত বাংলাদেশ হবোই হবো। তিনি আজ শুধু বাংলাদেশের নেতা নন, বিশ্বের নন্দিত নেতা। শেখ হাসিনা সেদিন এসেছিলেন বলেই আজ আমরা তলাবিহীন ঝুড়ির দেশের তকমা থেকে বেরিয়ে উন্নত দেশের কাতারে দাঁড়াতে আসতে পারেছি।’ শেখ হাসিনাকে শুধু রোহিঙ্গাদের প্রত্যাবাসন এই মাদার অফ হিউম্যানিটি বিশেষণে দেওয়া হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়নসহ করোনার ভ্যাকসিন নিশ্চিত করা নিয়েও তাকে বিভিন্ন বিশেষণে ভূষিত করা হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রীকে ২৮ থেকে ৩০টির বেশি বিশেষণে ভূষিত করা হয়। আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে এলেন তখন দেশের রাজনীতিতে একটা অরাজকতা পরিস্থিতি দাঁড়িয়ে গিয়েছিল নেতার অভাবে। অনেক নেতাই আত্মগোপনে চলে যান। সবারই ধারণা হয় এই পরিস্থিতি সামাল দিতে পারবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দেশে জঙ্গি ও সন্ত্রাসী উত্থান ঘটেছিল। সেটি আমরা শেখ হাসিনার নেতৃত্বেই দমন করতে সক্ষম হয়েছি। এছাড়া আজকে আপনারা দেখেছেন বাংলাদেশকে কোন জায়গায় থেকে তুলে নিয়ে গেছে, তিনি বলেছেন বদলে দিবেন বাংলাদেশকে, বদলে দিয়েছেন। তিনি যথার্থই বলেছিলেন সেদিন।’

কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদুন্নাহার লাইলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ কৃষক লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মোতাহার হোসেন মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন, এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষক লীগ।

কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বদেশ প্রত্যাবর্তন উদযাপন কমিটির সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী হক এর সঞ্চালনায় বক্তব্য দেন কৃষক লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।