দৈনিক জনতার আদালতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল
- প্রকাশের সময় : ১১:৫৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১৬১৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে দৈনিক জনতার আদালত পত্রিকার উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে এক মতবিনিময় সভায় পত্রিকার সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক সকল ভেদাভেদ ভুলে রাজবাড়ীর সাংবাদিকদের এক হওয়ার আহ্বান জানান।
বুধবার রাজবাড়ী অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক ছাড়াও সুধিজন ও জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তৃতায় নূরে আলম সিদ্দিকী হক বলেন, সাংবাদিকরা অনেক কষ্ট করে সংবাদ সংগ্রহ করে। সেই সংবাদ কারও পক্ষে আবার কারও বিপক্ষে যায়। যার বিপক্ষে যায় সে বিভিন্ন মন্তব্য, এমনকি মামলা পর্যন্ত করে। সে সময় ওই সাংবাদিক বন্ধু আমাদের অনেক সাংবাদিক বন্ধুকে পাশে পায়না। কারণ আমরা সবাই এক সংগঠন বা প্লাটফর্মের না। তাই আমাদের দুঃসময়ে সকল ভেদাভেদ ভুলে সবাইকে এগিয়ে আসতে হবে। যার কারণে সবাইকে এক হয়ে প্লাটফর্মের নিচে আসতে হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের লেখনির মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়। যার কারণে আজও অসহায় মানুষ বিপদে পড়লে সাংবাদিকদের কাছে আসে। কিন্তু এই মহান পেশা আজ কিছু নামধারী সাংবাদিক কলুসিত করছে। আর সাংবাদিকদের মধ্যে ঐক্য না থাকার কারণে কিছু সুবিধবাদী সুযোগি নেওয়ার চেষ্টা করে। এই মহান পেশাকে কেউ যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে সে লক্ষ্যে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
সভায় অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর প্রাক্তন জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিজন বোস, রাজবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি মনিরুজ্জামান, কাজী আব্দুল কুদ্দুস বাবু, সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সহ সভাপতি করিম ইছাক, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, সাংবাদিক আবুল কালাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক শিহাবুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক জনতার আদালতের নির্বাহী ও জেলা প্রেসক্লাবের সম্পাদক সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ।
রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক সুরজিৎ চক্রবর্তী, রাজবাড়ী সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ আসাদুজ্জামান চৌধুরী বাবলা, রাজবাড়ী থিয়েটারের সদস্য সচিব ফয়েজুল হক কল্লোল, আরডিএর সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন, জেলা কৃষকলীগের প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. নুরুজ্জামান, পৌর কাউন্সিলর আব্দুর রব, এনটিভির জেলা প্রতিনিধি আহসান হাবীব, কৃষকলীগ নেতা আবু বক্কার, চ্যানেল টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি সুমন বিশ^াস, যমুনা টিভির রুবেলুর রহমান, মাছরাঙার ইমরান হোসেন, ইনডিপেন্ডেন্ট টিভির শামীম রেজা, নিউজ টুয়েন্টি ফোরের শফিকুল ইসলাম শামীম, আমাদের সময়ের সোহেল রানা, আতিয়ার রহমান, তানভীর হোসেন, জনতার আদালতের বালিয়াকান্দি প্রতিনিধি রাহাত হোসেন ফারুক, আমাদের রাজবাড়ীর কালুখালী প্রতিনিধি শহিদুল ইসলাম, সাইদ হোসেন, মোখলেছুর রহমানসহ প্রায় একশ সাংবাদিক এ অনুষ্ঠানে থঅংশগ্রহণ করেন।