গুরুত্বপূর্ণ সংবাদ:
গোয়ালন্দের মিষ্টি ব্যবসায়ী ব্রজবাসী মন্ডলের পরলোক গমন
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৩৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / 219
জনতার আদালত অনলাইন ॥ ভেজাইলার মিষ্টি। স্বাদে ও ভেজালমুক্ত মিষ্টি খাওয়া যাদের খুবই পছন্দ, তাদের কাছে নামটি অত্যন্ত জনপ্রিয়। বলছি গোয়ালন্দের ভরত মিষ্টান্ন ভান্ডরের কর্ণধর ব্রজবাসী মন্ডল ওরফে ভেজাইলার কথা। তিল তিল করে গড়ে তোলা নির্ভেজাল জনপ্রিয় মিষ্টি ব্যবসায়ী ব্রজবাসী মন্ডল মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বার্ধক্য জনিত কারণে পরলোক গমন করেছেন।
ব্রজবাসী মন্ডল গোয়ালন্দ পৌরসভার ২নং ওয়ার্ডের নগর রায়ের পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। মঙ্গলবার রাত ৯টায় তার নিজ বাড়ির আঙ্গিনায় তার শেষ কৃর্ত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ শোক প্রকাশ করেছেন।
তার প্রতিষ্ঠিত গোয়ালন্দের ভরত মিষ্টান্ন ভান্ডরের চমচমসহ অন্যান্য মিষ্টির জনপ্রিয়তা জেলা-উপজেলা ছাড়িয়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে।
Tag :