রাজবাড়ীতে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা পাঠাগার উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন
- প্রকাশের সময় : ০৫:৩২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১৪৭৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর নিভৃত পল্লী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মোল্লাবাড়ি এলাকায় ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা পাঠাগার উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাঠাগারের পাঠকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রামকান্তপুর ইউনিয়নের বাসিন্দা মুদ্রণ ব্যবসায়ী নজরুল ইসলাম তার বাবা আব্দুল কাদের ও মা রাবেয়া বেগমের নামে তার নিজ জমিতে এ পাঠাগারটি গড়ে তুলেছেন। আগামী শুক্রবার বিকেলে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
সংবাদ সম্মেলনে পাঠাগারের উদ্যোক্ত নজরুল ইসলাম বলেন, বর্তমান প্রজন্মকে বইমুখি করে গড়ে তোলা, শিশু কিশোররা যাতে মোবাইলে আকৃষ্ট না হয়ে বইয়ের প্রতি আকৃষ্ট হয়, তাদেরকে সৃজনশীল চর্চায় উৎসাহিত করার লক্ষে পাঠাগারটি গড়ে তোলা হয়েছে। পাঠাগারটিতে এরই মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, ইতিহাস, সাহিত্য, উপন্যাস, কবিতা, রম্যসহ বিভিন্ন ধরনের দুই হাজার কপি বই আনা হয়েছে। আরও সৃজনশীল বই আনা হবে। সপ্তাহের ছয়দিন দুপুর তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত লাইব্রেরি খোলা থাকবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাবেয়া-কাদের ফাউন্ডেশনের কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, কবি খোকন মাহমুদ প্রমুখ।