দৌলতদিয়া ঘাটে আটকে পড়া ট্রাক চালকদের দুর্ভোগ বাড়ছে
- প্রকাশের সময় : ০৯:৩৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২
- / 205
জনতার আদালত অনলাইন ॥ দুর্ভোগ যেন পিছু ছাড়ছে না দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে দৌলতদিয়া ঘাট দিয়ে পদ্মা নদী পারাপার হতে আসা পন্যবাহি ট্রাক সংশ্লিষ্টদের। এ সকল ট্রাকের ফেরির নাগাল পেতে দৌলতদিয়া ঘাট অভিমুখে মহাসড়কে অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দেশের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত নৌপথ। এ নৌরুট দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন পদ্মা নদী পারাপার হয়। বর্তমানে নাব্যতা সংকট প্রকট আকার ধারন করেছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। এতে ব্যাহত হচ্ছে যানবাহন পারাপার। এতেকরে গত এক সপ্তাহেরও বেশী সময় ধরে নদী পারের অপেক্ষায় মহা সড়কে আটকা পড়ছে শত শত যানবাহন। যাত্রী দূর্ভোগ কিছুটা কমাতে যাত্রীবাহি যানবাহন ও পচনশীল পন্যবাহি ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করায় দিনের পর দিন মহাসড়কে সিরিয়ালে আটকা থাকছে সাধারন পন্যবাহি ট্রাকগুলো।
শুক্রবার দুপুরে দৌলতদিয়া প্রান্তে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারীজ পর্যন্ত ৩ কিলোমিটার দীর্ঘ ছিল পন্যবাহি ট্রাকের সারি। এছাড়াও দৌলতদিয়া ঘাটের সিরিয়ালের দীর্ঘতা কমাতে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মাহসড়কের অন্তত ২ কিলোমিটার জুড়ে পন্যবাহি ট্রাকের সিরিয়াল দেখা যায়। এ সময় সড়কের খোলা আকাশের নিচে তীব্র গরমে চরম ভোগান্তি পোহাচ্ছেন চালক ও সহকারীরা। পাশাপাশি তাদের খাবার, গোসল ও টয়লটে সমস্যায় পড়তে হচ্ছে। অপরদিকে সময় মত মালামাল পরিবহন করতে না পেরে লোকসান গুনতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে এ নৌরুটে ১৯টি ফেরি চলাচল করছে। এছাড়াও দৌলতদিয়ায় ৭টি ফেরিঘাটের মধ্যে ১ ও ২ নম্বর ঘাট দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। নতুন করে নদীতে নাব্যতা সংকটের কারণে ৬ নম্বর ঘাটটিও বন্ধ। ৩, ৪, ৫ ও ৭ নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এরমধ্যে মধ্যে দুয়েকটি ঘাটও বিভিন্ন কারণে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। বর্তমানে নদীতে পানি কমে যাওয়ায় ফেরিঘাটের এপ্রোজ সড়কগুলো নিচু হয়ে গেছে। ফলে যানবাহন লোড আনলোডে সময় বেশি লাগছে।
ট্রাক চালক ইসলাম মিয়া, আলমগীর হেসেন, আমজাদ গাজীসহ কয়েকজন জানান, দুই দিন আগে এসে গোয়ালন্দ মোড়ের সিরিয়ালে আটকে রয়েছে। তীব্র গরমে খোলা আকাশের নিচে থেকে ভোগান্তি পোহাচ্ছি। এখানে খাবার, গোসল ও টয়লেটের কোন ব্যবস্থা নাই। এখান থেকে ঘাট প্রায় ১৪ কিলোমিটার দুরে। কবে কখন ফেরি পাবেন তা বলতে পারছেন না। এভাবে প্রায় সারা বছরই তাদের ভোগান্তি পোহাতে হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বানিজ্য) প্রফুল্য চৌহান বলেন, এ নৌরুটে পর্যাপ্ত ফেরি চলাচল করছে। নদীতে নাব্যতা সংকটের কারণে পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় ফেরিতে লোড-আনলোডে অনেক সময় লেগে যাচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানান, আসন্ন রমজান উপলক্ষে বেনাপল বন্ধর থেকে বিভিন্ন পন্য নিয়ে অতিরিক্ত ট্রাক গত কয়েক দিন ধরে বৃদ্ধি পাওয়ায় সিরিয়ালের সৃষ্টি হয়েছে। সাধারনত দৌলতদিয়া দিয়ে সর্বোচ্চ ১২ শ ট্রাক নদী পারাপার করা হয়ে থাকে। কিন্তু বর্তমানে প্রতিদিন ১৫শ থেকে ১৭শ ট্রাক নদী পার হতে আসছে। এতেকরে নদী পারের অপেক্ষায় ট্রাকগুলোকে সিরিয়ালে আটকে থাকতে হচ্ছে।