Dhaka ০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীর জেলা প্রশাসক পদে রদবদল সাদপন্থীদের নিষিদ্ধ করার দাবিতে সংবাদ সম্মেলন এবার কারও পক্ষ নিয়ে কাজ করলে অসুবিধা হবে : কর্মকর্তাদের সিইসি চাকরিচ্যুত বিডিআর সদস্যসহ স্বজনদের শাহবাগ ‘ব্লকেড’ ম্যালেরিয়ার চিকিৎসায় যে সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৪৩তম বিসিএস : গুরুতর অপরাধ ছাড়া বাদ পড়া বাকিরা নিয়োগ পাচ্ছেন ক্রসফায়ারে বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া নথির বস্তা মিলল ভাঙারির দোকানে ‘বকশীবাজারে আদালতের কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়’ মন্দিরে ঢোকার ফ্রি টোকেন পেতে হুড়োহুড়ি, ভারতে পদদলিত হয়ে নিহত ৬

দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
  • / 194

জনতার আদালত অনলাইন দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে নদী পার হতে আসা অতিরিক্ত যানবাহনের চাপ, সেই সাথে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি স্বল্পতায় দৌলতদিয়া ফেরি ঘাট অভিমুখে মঙ্গলবার নদী পারের অপেক্ষায় শত শত যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এতেকরে ১৫/২০ ঘন্টা এমনকি দিনের পর দিনও অপেক্ষা করতে হচ্ছে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানগুলোকে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে সরেজমিন দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত তিন শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী পরিবহনকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। এছাড়াও ফেরিঘাটের যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর পর্যন্ত ফেরি পারের অপেক্ষায় আটকা রয়েছে আরো প্রায় দুই শতাধিক যানবাহন।

চুয়াডাঙ্গা থেকে আসা দর্শনা ডিলাক্স পরিবহনের যাত্রী শামীমুল হক জানান,  প্রায় ৭ থেকে ৮ ঘন্টা হলো দৌলতদিয়া ঘাটে এসে মহাসড়কের উপর সিরিয়ালে আটকে আছি। কখন ফেরি পাব জানিনা। দিনের পর দিন এ ভোগান্তি লেগেই আছে।

যশোর থেকে আসা পণ্যবাহী ট্রাক চালক আজিম শেখ বলেন, গত সোমবার সন্ধ্যায় গোয়ালন্দ মোড়ে এসে সিরিয়ালে আটকা পড়ি। সেখান থেকে মঙ্গলবার সকালে দৌলতদিয়া ঘাটে এসে আবার সিরিয়ালে আটকা পড়েছি। এখন বেলা ৩টা বাজে এখনো ফেরি ঘাট থেকে বেশ দুরে আছি। গত কয়েকদিন ঘাট পরিস্থিতি ভালই ছিল। আবারও সেই পুরোনো ভোগান্তির সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ অভ্যান্তরীন নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি’র) দৌলতিদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বানিজ্য) মো. শিহাব উদ্দীন বলেন, হঠাৎ করে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার কারণে সিরিয়াল সৃষ্টি হয়েছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। আজ সন্ধ্যার আগেই আরও একটি ফেরি বৃদ্ধি পাবে। তখন হয়তো ভোগান্তি কমে যাবে। তবে রাতে কুয়াশায় ফেরি বন্ধ হলে চরম ভোগান্তি পোহাতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৌলতদিয়ায় নদী পারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি

প্রকাশের সময় : ০৭:১৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২

জনতার আদালত অনলাইন দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে নদী পার হতে আসা অতিরিক্ত যানবাহনের চাপ, সেই সাথে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি স্বল্পতায় দৌলতদিয়া ফেরি ঘাট অভিমুখে মঙ্গলবার নদী পারের অপেক্ষায় শত শত যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এতেকরে ১৫/২০ ঘন্টা এমনকি দিনের পর দিনও অপেক্ষা করতে হচ্ছে পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানগুলোকে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে সরেজমিন দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত তিন শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী পরিবহনকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। এছাড়াও ফেরিঘাটের যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর পর্যন্ত ফেরি পারের অপেক্ষায় আটকা রয়েছে আরো প্রায় দুই শতাধিক যানবাহন।

চুয়াডাঙ্গা থেকে আসা দর্শনা ডিলাক্স পরিবহনের যাত্রী শামীমুল হক জানান,  প্রায় ৭ থেকে ৮ ঘন্টা হলো দৌলতদিয়া ঘাটে এসে মহাসড়কের উপর সিরিয়ালে আটকে আছি। কখন ফেরি পাব জানিনা। দিনের পর দিন এ ভোগান্তি লেগেই আছে।

যশোর থেকে আসা পণ্যবাহী ট্রাক চালক আজিম শেখ বলেন, গত সোমবার সন্ধ্যায় গোয়ালন্দ মোড়ে এসে সিরিয়ালে আটকা পড়ি। সেখান থেকে মঙ্গলবার সকালে দৌলতদিয়া ঘাটে এসে আবার সিরিয়ালে আটকা পড়েছি। এখন বেলা ৩টা বাজে এখনো ফেরি ঘাট থেকে বেশ দুরে আছি। গত কয়েকদিন ঘাট পরিস্থিতি ভালই ছিল। আবারও সেই পুরোনো ভোগান্তির সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ অভ্যান্তরীন নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি’র) দৌলতিদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বানিজ্য) মো. শিহাব উদ্দীন বলেন, হঠাৎ করে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার কারণে সিরিয়াল সৃষ্টি হয়েছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। আজ সন্ধ্যার আগেই আরও একটি ফেরি বৃদ্ধি পাবে। তখন হয়তো ভোগান্তি কমে যাবে। তবে রাতে কুয়াশায় ফেরি বন্ধ হলে চরম ভোগান্তি পোহাতে হবে।