রাজবাড়ীতে শেষ হলো ৫ দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:৫৭:১২ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
- / ১৩০৪ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ মুজিব জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে রাজবাড়ীতে পাঁচদিন ব্যাপী জেলা সাংস্কৃতিক উৎসব শুক্রবার রাতে শেষ হয়েছে। শহীদ খুশী রেলওয়ে ময়দানে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্ব্ েঅন্যদের মাঝে বক্তৃতা করেন সংরক্ষিত নারঅী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অসীম কুমার পাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কালচারাল অফিসার পার্থ প্রতীম দাশ।
পাঁচদিন ব্যাপী এ উৎসবে জেলার প্রায় ৩০টি সাংস্কৃতিক সংগঠন সঙ্গীত, নৃত্য, যাত্রাপালা, অষ্টক গান, নাটক, পুতুল নাচ পরিবেশন করে।
Tag :