গোয়ালন্দে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০৯:০৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / 198
জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে অস্ত্রসহ রমজান শেখ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৮। সে গোয়ালন্দ উপজেলার বাহিরচর দৌলতদিয়া কাশেম মেম্বারের পাড়ার মাইনদ্দিন শেখের ছেলে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পসূত্র এ তথ্য নিশ্চিত করে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে তিনটার দিকে গোয়ালন্দ উপজেলার বাহিরচর দৌলতদিয়া ছাত্তার মেম্বাররের পাড়া এলাকায় অভিযান চালিয়ে রমজান শেখকে আটক করা হয়। এসময় তার হেফাজত হতে দেশীয় তৈরী ০১ টি পাইপগান সদৃশ্য অস্ত্র উদ্ধার করা হয়। সে অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে তাকে গ্রেপ্তার করে উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামত সহ তাকে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেপ্তারকৃত রমজানের বিরুদ্ধে ইতিপূর্বের কোন মামলা এখনো অবগত হইনি। তবে তার বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।