দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাত্রী নিখোঁজ
- প্রকাশের সময় : ০৬:৫৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / 243
জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় ফেরি থেকে পদ্মায় পড়ে গিয়ে মোজাফফর হোসেন নান্নু (৬৫) নামের এক যাত্রী নিখোঁজ হয়েছে। তিনি কুষ্টিয়া শহরের চৌরহাস ফুলতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
নিখোঁজ ব্যাক্তির স্বজন দেলোয়ার হোসেন জানান, ‘আমার খালু তার বড় মেয়েকে নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রাত ১০টার দিকে কুষ্টিয়া থেকে লালন পরিবহনে রওনা হন। রাত পৌনে ২টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাট দিয়ে কেরামত আলী নামের রোরো ফেরিতে ওঠেন। ফেরিতে বাসটি ওঠার পর তিনি বাস থেকে নেমে ফেরির পকেট গেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। তখন ফেরি ছাড়ার সময় পন্টুনের সাথে ধাক্কায় ঝাকুনিতে তিনি ফেরি থেকে পদ্মায় পড়ে যায়।’ তিনি অভিযোগ করে বলেন, ‘দীর্ঘ সময় পার হলেও ফায়ার সার্ভিসের কোন তৎপরতা ছিল না। বরং আমার এবং আমার বড় বোনের কাছে নানা ভাবে বিব্রতকর প্রশ্ন করছেন।’
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ সৈয়দ জাকির হোসেন জানান, খবর পেয়ে আমরা দ্রুত ফায়ার সার্ভিসের উদ্ধারকারী স্প্রীড বোর্ড নিয়ে তল্লাশি করেছি। কিন্তু এখনো পায়নি। উদ্ধার কাজ চলমান রয়েছে।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসে কর্মরত ফায়ার ফাইটার রতন জানান, আমরা সকল ৭টার দিকে খবর পেয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে। এখনো উদ্ধার অভিযান চলমান আছে।