Dhaka ১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
  • / ১৩৪৮ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বানিবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বানিবহ বাজার এলাকায় তার বাড়ির অদূরে এ ঘটনা ঘটে। তিনি একই এলাকার বাসিন্দা ছিলেন। আসন্ন ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কারা কেন তাকে গুলি করে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। তার শরীরে পাঁচটি গুলির চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

বাণিবহ ইউপি চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা বাচ্চু জানান, আব্দুল লতিফ রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খানের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে রাত পৌনে ১২টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ১২টার দিকে বাড়ির কাছে পৌছালে একদল দুর্বৃত্ত তাকে গুলি করে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, আব্দুল লতিফ নির্বাচনী কাজে বাড়ির বাইরে ছিলেন। রাত ১২টার দিকে গুলির শব্দ ও চিৎকার শুনে বাড়ির বাইরে রাস্তায় গিয়ে আব্দুল লতিফকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা কেন তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। দ্রুত এর রহস্য উন্মোচন করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

প্রকাশের সময় : ০৬:৫২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১

জনতার আদালত অনলাইন রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বানিবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বানিবহ বাজার এলাকায় তার বাড়ির অদূরে এ ঘটনা ঘটে। তিনি একই এলাকার বাসিন্দা ছিলেন। আসন্ন ইউপি নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কারা কেন তাকে গুলি করে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। তার শরীরে পাঁচটি গুলির চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

বাণিবহ ইউপি চেয়ারম্যান ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা বাচ্চু জানান, আব্দুল লতিফ রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খানের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে রাত পৌনে ১২টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ১২টার দিকে বাড়ির কাছে পৌছালে একদল দুর্বৃত্ত তাকে গুলি করে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, আব্দুল লতিফ নির্বাচনী কাজে বাড়ির বাইরে ছিলেন। রাত ১২টার দিকে গুলির শব্দ ও চিৎকার শুনে বাড়ির বাইরে রাস্তায় গিয়ে আব্দুল লতিফকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা কেন তাকে হত্যা করেছে তা এখনও জানা যায়নি। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। দ্রুত এর রহস্য উন্মোচন করা হবে।