রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলন শনিবার ॥ উৎসবের আমেজ, রয়েছে উৎকণ্ঠাও
- প্রকাশের সময় : ০৫:৫৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
- / ১২৬৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের বহু কাক্সিক্ষত ত্রি-বার্ষিক সম্মেলন ১৬ অক্টোবর শনিবার। দীর্ঘ ছয় বছর পর রাজবাড়ী শহীদ খুশী রেলওয়ে ময়দানে অনুষ্ঠিত হচ্ছে ত্রি-বার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ যেমন রয়েছে তেমনি অনেকেই রয়েছেন উদ্বেগ উৎকণ্ঠায়। নেতৃত্বে পরিবর্তন আসবে, পুরনোরাই নেতৃত্বে থাকছেন নাকি রয়েছে নতুন কোনো চমক। এসব প্রশ্ন ঘুরে ফিরে আসছে সবখানে। বিশেষ করে সভাপতি, সাধারণ সম্পাদক পদ দুটির দিকে নজর সবার। ক্ষমতাসীন দলের সম্মেলন হওয়ায় বিষয়টি নিয়ে সকলেরই রয়েছে কৌতুহল। সম্মেলনে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। তার সঙ্গে কয়েকজন কেন্দ্রীয় নেতাও থাকবেন বলে জানা গেছে।
জেলা আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, সর্বশেষ ২০১৫ সালের ১২ নভেম্বর রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে জিল্লুল হাকিম এমপিকে সভাপতি এবং কাজী কেরামত আলী এমপিকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে কাজী কেরামত আলী এমপি মনোনয়ন পাওয়ার পর তার ভাই জেলা আওয়ামী লীগের তৎকালীন যুগ্ম সম্পাদক কাজী ইরাদত আলীর কাছে দায়িত্বভার হস্তান্তর করেন। এরপর থেকে কাজী ইরাদত আলী সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। আগামীকালের সম্মেলনকে ঘিরে বর্ণিল সাজে সাজছে রাজবাড়ী শহর। শহরের রেলগেট থেকে শুরু হয়ে গোয়ালন্দ মোড় পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সম্মেলনের অতিথি কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা স্বাগতম জানানো ব্যানার, ফেস্টুন, পোস্টার শোভা পাচ্ছে। প্রধান সড়কের মিলেনিয়ম মার্কেটের সামনে থেকে শুরু হওয়া সড়ক বিভাজনের দুপাশে বড় বড় বিলবোর্ড। রাজবাড়ী রেলওয়ে মাঠের পুরোটা জুড়ে করা হয়েছে প্যান্ডেল। মঞ্চটি সাজানো হয়েছে নৌকার আদলে। ২০ হাজারেরও বেশি মানুষের জন্য রাখা হয়েছে ব্যবস্থা।
সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হবে ১০টায়। এ অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে থাকার কথা রয়েছে প্রেসিডিয়াম সদস্য ও কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, প্রেসিডিয়াম সদস্য কর্ণেল ফারুক খান এমপি, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, তথ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য সানজিদা খানম, আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজি, সৈয়দ আব্দুল আউয়াল শামীম ও ইকবাল হোসেন অপু এমপি। সভায় সভাপতিত্ব করবেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লূল হাকিম এমপি।
প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হবে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে। যেখানে শুধুমাত্র কাউন্সিলরগণ অংশ নিতে পারবেন।
সম্মেলনে সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে সমান সংখ্যক প্রতিদ্বন্দ্বি রয়েছেন। একজন রয়েছেন যিনি সভাপতি অথবা সাধারণ সম্পাদক যে কোনো একটি পদ পেতে ইচ্ছুক। সভাপতি পদে জিল্লুল হাকিম এমপি আরও এক মেয়াদে সুযোগ পেতে চান। এ পদের আরও দুই দাবিদার হলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি। সাধারণ সম্পাদক পদে কাজী ইরাদত আলী, সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মহম্মদ আলী চৌধুরী এবং ছাত্রলীগের ঢাকা বিশ^বিদ্যালয় শাখার সাবেক সভাপতি সোহেলা রানা টিপু প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার সভাপতি ও সাধারণ সম্পাদক পদের যে কোনো একটি হতে আগ্রহ প্রকাশ করেছেন। কে হবে সভাপতি কে হবেন সাধারণ সম্পাদক। এনিয়ে পদ প্রত্যাশীদের পাশাপাশি নিজেদের কর্মী সমর্থকরা রয়েছে উদ্বেগ উৎকণ্ঠায়।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা বাচ্চু জানান, সঠিক করে বলা না গেলেও দেড় থেকে দুশ জন কাউন্সিলরের তালিকা করা হয়েছে। এর সমসংখ্যক ডেলিগেটর কার্ড দেওয়া হবে। সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অসীম কুমার পাল জানান, দলের যারা প্রবীণ নেতা তাদেরকে ডেলিগেটর করা হয়েছে। রেলওয়ে ময়দানে সম্মেলনে আগত নেতাকর্মীদের বসার জন্য ২০ হাজার চেয়ার রাখা হবে। সুষ্ঠু সুন্দরভাবে সম্মেলন সম্পন্ন হবে বলে আশা তার।