পদ্মায় জেলের জালে ১২ কেজির চিতল মাছ
- প্রকাশের সময় : ০৭:৫৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
- / 202
জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার পদ্মা-যমুনা মোহনায় জেলের জালে ১২ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে। শরিবার (২৫ সেপ্টেম্বর) ভোর রাতে স্থানীয় জেলে রতল হালদারের জালে মাছটি ধরা পড়ে।
শনিবার সকালে বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ঘাটে আনলে মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ১৫’শ ৫০টাকা কেজি দরে ১৮হাজার ৬’শ টাকায় মাছটি কিনে নেন।
জেলে রতল হালদার জানান, প্রতিদিনের মত গত শুক্রবার দিনগত রাতে সঙ্গীদের দিনে পদ্মায় মাছ শিকারে যাই। সারা রাত তেমন উল্লেখযোগ্য কোন মাছ না পেয়ে অনেকটা হতাশই ছিলাম। এর মধ্যে জালের টান দেখেই বুঝতে পারি জালে বড় সাইজের যে কোন মাছ আটকা পড়েছে। খুব সাবধানতার সাথে বেশ কিছুক্ষন চেষ্টা করে মাছটি নৌকায় তুলি। এ ধরনের মাছ তো আর সব সময় সবার জালে ধরা পড়ে না। মাছটি ভালো দামে বিক্রি করতে পেরে আমি অনেক খুশি।
এ প্রসঙ্গে মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, পদ্মা নদীর চিতল মাছের প্রচুর চাহিদা থাকায় এর দামও বেশী। মাছটি কিনে লাভের আশায় দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে গাজীপুরের এক ব্যাক্তির কাছে ১৬ টাকা কেজি দরে মোট ১৯হাজার ২’শ টাকায় বিক্রি করেছি।