রাজবাড়ীতে শিশু অপহরণ মামলায় ১ জনের যাবজ্জীবন
- প্রকাশের সময় : ০৬:৫২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
- / 230
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে শিশু অপহরণ মামলায় মনির খান নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শারমীন নিগার এ রায় দেন। দন্ডপ্রাপ্ত মনির খান শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার শুভগ্রামের আমির হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা তৃতীয় শ্রেণির এক ছাত্রী প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়। বহু খোঁজাখুজি করেও তাকে পায়নি। পরবর্তীতে শিশুর মা জানতে পারেন মনির খান তাকে একটি বাড়িতে আটকে রেখেছে। এঘটনায় শিশুটির মা বাদী হয়ে ২০১৭ সালের ১৩ মে তারিখে গোয়ালন্দ ঘাট থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মনির খানসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। একই সালের ২১ সেপ্টেম্বর তারিখে মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়ালন্দ ঘাট থানার এসআই জাহিদুল ইসলাম আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত মামলার কাগজপত্র পর্যালোচনা ও দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে মনির খানকে যাবজ্জীবন কারাদন্ড, ১৪ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড প্রদান করেন। অন্য আসামিদের বিরুদ্ধে প্রমাণ না পাওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।