রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভা শুরু হওয়ার আগ মুহূর্তে স্থগিতের ঘোষণা
- প্রকাশের সময় : ০৬:৫৩:২০ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
- / ১৪৩৪ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভা শুরু হওয়ার আগ মুহূর্তে দেওয়া হয়েছে স্থগিতের ঘোষণা। শনিবার দুপুর ১২টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম এ স্থগিতের ঘোষণা দেন। এসময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সিনিয়র সহ সভাপতি আকবর আলী মর্জি, সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা সূত্র জানায়, আগামী ১৬ অক্টোবর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। যেকারণে সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সভার নোটিশে আগামী বর্ধিত সভার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, কাজী কেরামত আলী এমপি, ফকীর আব্দুল জব্বার, আকবর আলী মর্জি প্রমুখ নেতৃবন্দের স্বাক্ষরে দলের সভানেত্রী বরাবর প্রেরিত পত্রের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণসহ সাতটি আলোচ্য সূচী ছিল।
সভা শুরুর নির্ধারিত সময় ছিল বেলা ১১টা। দুপুর ১২টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ জিল্লুল হাকিম সভাস্থলে এসে বলেন, জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সদস্যদের ভুলবশত সভার চিঠি দেওয়া হয়েছে। তারা এখানে উপস্থিত আছেন। তারা বের হয়ে যাওয়ার পর সভা শুরু হবে। এসময় সভাস্থলে মৃদু উত্তেজনা দেখা দেয়। তখন জেলা আওয়ামী লীগের একজন সদস্য উঠে দাঁড়িয়ে বলেন, তাদেরকে বের করে দেওয়া শোভনীয় নয়। বরং এ সভা স্থগিত করে নতুন তারিখ ঘোষণা করা যেতে পারে। এরপর জিল্লুল হাকিম সভাটি স্থগিতের ঘোষণা দেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা বাচ্চু বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় সরকার নির্বাচনে যারা প্রার্থী হয়েছিলেন তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ভুলবশত এ সভার চিঠি তাদের কাছে পৌছে গিয়েছিল। তারা উপস্থিত হওয়ায় সভা স্থগিত করা হয়। স্থগিত সভাটি পরে অনুষ্ঠিত হবে।