কেকেএস জরুরী পুন:নিয়োগ বিজ্ঞপ্তি
- প্রকাশের সময় : ০৯:৫৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৫৩ জন সংবাদটি পড়েছেন
কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) পরিচালিত সেভ দ্য চিলড্রেন এর আর্থিক ও কারিগরী সহায়তায় কর্তৃক বাস্তবায়িত Comprehensive care, protection, and education response for Children affected by COVID 19 living in Daulatdia and Faridpur brothels – প্রকল্পের আওতায় সেফ হোমের শিশুদের জন্য একজন ইন্সট্রাকটর সুইং নিয়োগ করা হবে। উল্লেখিত পদে আগ্রহী প্রার্থীগণ নিম্নোক্ত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে আগামী ১৪ সেপ্টেম্বর ২০২১ইং তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর বরাবর সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের সাথে বিস্তারিত জীবন বৃত্তান্ত, ২ কপি ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে। বিশেষত ঃ উল্লেখ্য দৌলতদিয়ার পিছিয়ে পড়া নারী ও শিশুদের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে।
পদের নাম ঃ ইন্সট্রাকটর সুইং
শিক্ষাগত যোগ্যতা ঃ সুইং বিষয়ে ডিপ্লোমা প্রশিক্ষণ প্রার্থী হতে হবে
চাকুরী মেয়াদ ঃ সেপ্টেম্বর/২০২১ -ডিসেম্বর/২০২২ (৩ মাস শিক্ষানবিশকাল) সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত প্রশিক্ষণার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ দিতে হবে।
প্রশিক্ষণের জন্য যে যন্ত্রপাতি ব্যবহার করা হবে তার দায়িত্ব বাহক হিসেবে কাজ করতে হবে।
প্রতি মাসে/পনের দিনে প্রশিক্ষণ মূল্যায়ন করা এবং তার প্রতিবেদন প্রকল্প কর্মকর্তার নিকট দাখিল করা।
প্রশিক্ষণার্থী কর্তৃক তৈরী উপকরণ বাজারজাতকরণ করার জন্য বাজার যাচাই করা।
দৌলতদিয়া যৌনপল্লীতে পরিদর্শন করা ও প্রশিক্ষণার্থী বাছাই করায় সক্রিয় ভূমিকা পালন করা।
প্রশিক্ষণের দক্ষতা উন্নয়নে উদ্ভাবনী চিন্তা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে শেয়ার করতে হবে।
মা অভিভাবক সমাবেশ ও অন্যান্য সমাবেশে কারিগরি প্রশিক্ষনের গুরুত্ব তুলে ধরা।
প্রকল্পের রিসোর্স মবিলাইজেশন এর ক্ষেত্রে সহযোগিতা করা।
স্থানীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে নেটওয়ার্কিং করা।
মেয়েদের ভর্তি ও কেস ম্যানেজমেন্ট ফাইল আপডেট করতে হবে।
প্রকল্পের বিভিন্ন মিটিং, কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজন করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদান করা।
প্রকল্পের মাসিক, ত্রৈমাসিক, ষান্মসিক ও বার্ষিক প্রতিবেদন তৈরীতে সহায়তা করা এবং প্রকল্পের প্রয়োজনে বিভিন্ন ইভেন্টের রিপোর্ট তৈরি এবং সফলতার গল্প/কেসস্টাডি লিপিবদ্ধ করা।
প্রতি মাসে কর্মপরিকল্পনা তৈরী করা ও তা যথাযথ কর্তৃপক্ষের নিকট দাখিল করা।
প্রাত্যহিক রুটিন অনুযায়ী সেফ হোমের মেয়েদের সার্বিক সুবিধা নিশ্চিত করা।
এছাড়া সংস্থার প্রয়োজনে ম্যানেজমেন্টের নির্দেশে যে কোন কাজ করতে প্রস্তুত থাকা।
মাসিক বেতন : সর্বসাকুল্যে ১৫০০০/= টাকা।
সংস্থার বিধি মোতাবেক মোবাইল বিল এবং প্রকৃত যাতায়াত ভাতা
সংস্থার নিজস্ব অফিসে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে নিয়োগ পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদেরকে পরীক্ষার তারিখ ইমেইল ও ফোনের মাধ্যমে জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের কোন প্রকার ভাতা প্রদান করা হবে না।
ফকীর জাহিদুল ইসলাম, সহকারী নির্বাহী পরিচালক , কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস)
রেড ক্রিসেন্ট প্লাজা (২য় তলা), ১নং বেড়াডাঙ্গা, রাজবাড়ী – ৭৭০০,বাংলাদেশ।