বালিয়াকান্দিতে এক নারীকে ২ ডোজ টিকা পুশ
- প্রকাশের সময় : ০৮:৫৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
- / ১২৬৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইসমত আরা (৩১) নামে এক নারীকে পরপর দুই ডোজ টিকা দিয়েছেন এক স্বাস্থ্যকর্মী। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ি দাখিল মাদ্রাসা টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের নাহিদুল হক স্বপনের স্ত্রী। বর্তমানে তিনি বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
নাহিদুল হক স্বপন জানান, তিনি রাজবাড়ী জেলা কৃষকলীগের একজন সদস্য। পাটকিয়াবাড়ি কেন্দ্রের স্বাস্থ্যকর্মী পারুল বেগম আমার স্ত্রীর বাম হাতে টিকা দেওয়ার পর বসতে বলেন। আমার স্ত্রী টিকা দেওয়ার স্থান ডান হাতে চেপে ধরে ছিল। কিছুক্ষণ পরে ওই স্বাস্থ্যকর্মীই চোখের পলকে আরেক ডোজ টিকা ডান হাতে দিয়ে দেন। আমার স্ত্রী তখন বলে; আমিতো টিকা নিয়েছি। আবার দিলেন কেন? স্বাস্থ্যকর্মী জবাব দেন; অসুবিধা নেই। আমার স্ত্রী কেন্দ্র থেকে বেরিয়ে বিষয়টি আমাকে জানালে আমি গিয়ে স্বাস্থ্যকর্মীর কাছে প্রশ্ন করি, কেন এটা করলেন? তার একই জবাব অসুবিধা নেই। কিন্তু আমি আমার স্ত্রীকে নিয়ে চরম দুশ্চিন্তায় আছি। স্বপন অভিযোগ করেন, পাটকিয়াবাড়ি দাখিল মাদ্রাসা কেন্দ্রে ইউনিয়নের তিনটি ওয়ার্ডের বাসিন্দাদের টিকা দেওয়ার কথা। কিন্তু তার বাইরেও টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রে নিয়োগকৃত স্বাস্থ্যকর্মীদের পরিচিত জনদের ‘অগ্রাধিকার’ দিয়ে আগে ঢুকানো হয়েছে। তিনি এসবের প্রতিকার দাবি করেন।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বার বিষয়টি স্বীকার করে জানান, ভুলবশতঃ এ ঘটনা ঘটেছে। ওই নারীর স্বাস্থ্যগত খোঁজ খবর নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো অসুবিধা দেখা দেয়নি।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. ইব্রাহীম হোসেন টিটন বলেন, বালিয়াকান্দির একটা কেন্দ্রে এক নারীকে দুই ডোজ টিকা দেওয়ার ঘটনা ঘটেছে। ওই নারী এক ডোজ টিকা নেওয়ার পর আবার ওই চেয়ারেই বসে পড়েন। পরে আরেক ডোজ টিকা দেওয়া হয়। এটা জানার পর তাকে হাসপাতালে এনে পর্যবেক্ষণে রাখা হয়। তিনি সুস্থ আছেন। এঘটনায় বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।