Dhaka ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:১০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১
  • / ১১৮৬ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে রাজবাড়ী জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। স্বাস্থ্যবিধি অমান্য করলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করা হচ্ছে জরিমানা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১০ জনকে জরিমানা করেছে জেলা প্রাসশনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকাল থেকে শহর ছিল কার্যত ফাঁকা। নিত্যপণ্যের দোকান ছাড়া সবকিছু বন্ধ ছিল। মাঝে দুই একওিট রিক্সা চলাচল করতে দেখা গেছে। থেমে থেমে বৃষ্টি হওয়ায় শহরে লোকসমাগম নেই বললেই চলে। জরুরী কাজ ছাড়া বাইরে বের হলেই  পড়তে হচ্ছে জেরার মুখে। মামুন নামে এক ব্যক্তি জানান, তিনি ওষুধ  কিনতে বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে চেকপোস্টে  বাধার মুখে পড়েন। প্রেসক্রিপশন দেখাতেই তাকে ছেড়ে দেওয়া হয়।

রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত  হোসেন জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে তারা কঠোর অবস্থানে রয়েছেন। শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশের টহল টিমও নজরদারিতে রয়েছে।

অপরদিকে রাজবাড়ী জেলা প্রশাসনের দুটি টিম রাজবাড়ীর রেলগেট,  পাবলিক হেলথ মোড়, শ্রীপুর, নতুনবাজার, আলাদিপুর, গোয়ালন্দ মোড়, বসন্তপুর, কোলারহাট, কুটিরহাটসহ বিভিন্ন স্থানে টহল দিয়েছে। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ জনকে মোট ৬ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট

প্রকাশের সময় : ০৭:১০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১

জনতার আদালত অনলাইন ॥ লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে রাজবাড়ী জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। স্বাস্থ্যবিধি অমান্য করলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে করা হচ্ছে জরিমানা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ১০ জনকে জরিমানা করেছে জেলা প্রাসশনের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সকাল থেকে শহর ছিল কার্যত ফাঁকা। নিত্যপণ্যের দোকান ছাড়া সবকিছু বন্ধ ছিল। মাঝে দুই একওিট রিক্সা চলাচল করতে দেখা গেছে। থেমে থেমে বৃষ্টি হওয়ায় শহরে লোকসমাগম নেই বললেই চলে। জরুরী কাজ ছাড়া বাইরে বের হলেই  পড়তে হচ্ছে জেরার মুখে। মামুন নামে এক ব্যক্তি জানান, তিনি ওষুধ  কিনতে বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে চেকপোস্টে  বাধার মুখে পড়েন। প্রেসক্রিপশন দেখাতেই তাকে ছেড়ে দেওয়া হয়।

রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত  হোসেন জানান, সরকারি নির্দেশনা বাস্তবায়নে তারা কঠোর অবস্থানে রয়েছেন। শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশের টহল টিমও নজরদারিতে রয়েছে।

অপরদিকে রাজবাড়ী জেলা প্রশাসনের দুটি টিম রাজবাড়ীর রেলগেট,  পাবলিক হেলথ মোড়, শ্রীপুর, নতুনবাজার, আলাদিপুর, গোয়ালন্দ মোড়, বসন্তপুর, কোলারহাট, কুটিরহাটসহ বিভিন্ন স্থানে টহল দিয়েছে। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ জনকে মোট ৬ হাজার ৩৫০ টাকা জরিমানা করা হয়।