কালুখালী শ্রীপুর সীমান্তে বালুশ্রমিককে পিটিয়ে হত্যা
- প্রকাশের সময় : ০৭:২৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৫১৪ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ কথা কাটাকাটির জের ধরে বিল্লাল মন্ডল নামে এক বালুশ্রমিককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। সোমবার দুপুরে রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের মুড়িঘাটা ও মাগুড়া শ্রীপুর উপজেলার গতমপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বক্কার মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গড়াই নদীর বালু মহালটি সাব লীজ নিয়েছেন সাওরাইল ইউনিয়নের বাসিন্দা লাবু জোয়র্দার। তার নিয়োজিত চার শ্রমিক ড্রেজারের মাধ্যমে বালু তুলছিলেন। শ্রমিকদের মধ্যে দুজন কুষ্টিয়ার ভেড়ামারা এলাকার বাসিন্দা। বাকী দুজন পাংশার। হঠাৎই তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে এক শ্রমিক বৈঠা দিয়ে বিল্লালের মাথায় সজোরে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালুখালী থানার ওসি মাসুদুর রহমান জানান, যেখানে ঘটনা ঘটেছে সেটি মাগুড়ার শ্রীপুর থানা এলাকার মধ্যে পড়েছে। তাই পদক্ষেপ যা নেবার সেটা শ্রীপুর থানা নেবে। নিহতের লাশ পাংশা থানা পুলিশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মাগুড়ার শ্রীপুর থানার ওসি সুকদেব রায়ের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, গড়াই নদীর ওপারের ঘটনা। সেখানে আমাদের কোনো কার্যক্রম নেই। সেখানকার মানুষও আমাদের কাছে আসেনা। যেখানে ঘটনা ঘটেছে সেটি আমাদের এলাকার মধ্যে পড়ে কী না তা নিশ্চিত নই। কালুখালী থানার ওসি আমাকে বিষয়টি জানালে আমি পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু ঘটনাস্থলে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। তবে সেখানে একটি মৃত্যু হয়েছে। কীভাবে হয়েছে তা এখনও জানিনা। নিহতের লাশ সুরতহাল ও ময়নাতদন্ত করছে পাংশা থানার পুলিশ। যদি ভুক্তভোগীরা আমার থানায় মামলা দিতে চায় তাহলে গ্রহণ করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।