চলে গেলেন বীরমুক্তিযোদ্ধা ইকরামুক হক
- প্রকাশের সময় : ০৫:৫৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মে ২০২১
- / ১২৯৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাাইন ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রামের বাসিন্ধা দৈনিক সংবাদের সাবেক প্রতিনিধি, প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রাহক, লেখক, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রকাশনা সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা এম ইকরামুল হক (৮৬) বুধবার সন্ধ্যায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী আত্বীয় স্বজন রেখে গেছেন। বৃহস্পতিবার বিকাল আড়াই টায় বনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তার মরদেহে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্য, সাপ্তাহিক অনুসন্ধান সম্পাদক বাবু মল্লিক, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি সনজিৎ কুমার দাস শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হয়। তার প্রতি স্মৃতিচারণমুলক বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন ফেরদৌস, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি বিনয় কুমার চক্রবর্তী, সাপ্তাহিক অনুসন্ধান সম্পাদক বাবু মল্লিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মুন্সী আমির হোসেন, সুজয় কুমার পাল, তার সহদর সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম প্রমুখ। পরে স্কুল মাঠে নামাজে জানাযা শেষে বনগ্রাম কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।