বালিয়াকান্দিতে চলাচলের পথে বাধা সৃষ্টি করতে ইটের স্তুপ আর কাঁটা
- প্রকাশের সময় : ০৫:৫৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / ১৫৯৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ ইটের স্তুপ রেখে আর কাঁটা বিছিয়ে অসহায় বিধবা করিমন বিবির (৯০) পরিবারের সদস্যদের চলাচলের পথ বন্ধ করে দিয়েছে প্রভাবশালী এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামে। ভুক্তভোগী পরিবারটি প্রতিকার চেয়ে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে, করিমন বিবি নিঃসন্তান। তার বোনের ছেলে মঞ্জুরুল ইসলামকে পুত্র¯েœহে লালন পালন করেছেন। বর্তমানে ওই পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন।
করিমন বিবি জানান, তার স্বামী মারা যাওয়ার পর প্রতিবেশি সিরাজুল ইসলাম তাকে উচ্ছেদ করতে নানাভাবে হয়রানী শুরু করে। তাদের বিরুদ্ধে মামলা মোকর্দমাও দিয়েছে। ঈদের আগে তাদের চলাচলের একমাত্র পথে ইটের স্তুপ রেখে ও কাঁটা বিছিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে। পরিবারের সদস্যদের নিয়ে তিনি খুবই অসহায় অবস্থায় দিনযাপন করছেন।
পালিত পুত্র মঞ্জুরুল ইসলাম জানান, তিনি তার খালাকে মায়ের মতই দেখাশোনার করেন। তার খালু মৃত্যুর আগে তার নামে ৫৪ শতক জমি লিখে দিয়ে যান। দীর্ঘ ৫০ বছরেরও বেশি সময় ধরে তার খালু পরিবার পরিজন নিয়ে এই জমিতে বসবাস করেছেন। এই জমি থেকে তুলে দেওয়ার জন্য সিরাজুল ইসলাম অনেকদিন ধরে ষড়যন্ত্র করে আসছেন। সিরাজুল ইসলাম দাবি করেছেন ১৪ শতক ছাড়া সব জমি নাকি তার। তবুও তাকে বলেছিলাম, যদি আপনার হয় তবে কাগজপত্র দেখান। তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
প্রতিবেশি আদেল উদ্দিন খান জানান, দীর্ঘদিন যাবৎ সিরাজ খানরা এ পরিবারটিকে নানা ভাবে হয়রানী করে আসছে। এখন তার বাড়ির চারপাশে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছে।
অভিযুক্ত সিরাজুল ইসলাম খান বলেন, রাতের অন্ধকারে মঞ্জুরুল আমার চাচা-চাচির কাছ থেকে জমি লিখে নিয়েছে। আমাদের অংশ ফাঁকি দিয়েছে। বসতবাড়ির চারপাশে আমার জমি। তাই আমি বেড়া দিয়েছি।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।