রাজবাড়ীতে হত্যাসহ ১২ মামলার পলাতক আসামি গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
- প্রকাশের সময় : ০৯:৩২:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
- / 819
জনতার আদালত অনলাইন ॥ হত্যা, অস্ত্র, ডাকাতি, মাদকসহ ১২ মামলার পলাতক আসামি পিয়ারুল সরদারকে শনিবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার গোপালবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি কার্তুজ ও ১১ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার পিয়ারুল রাজবাড়ী সদর উপজেলার বড় মুরারীপুর গ্রামের হারুন সরদারের ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, পিয়ারুলের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোপালবাড়ি গ্রামে তার শ^শুরবাড়ি থেকে ১১০ পুড়িয়া হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তার স্বীকারোক্তী অনুযায়ী রোববার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের নতুনব্রীজ সংলগ্ন একটি বাঁশঝাড় থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এব্যাপারে পিয়ারুলের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়।