প্রবাস ফেরত মঞ্জুকে বাঁচাতে এগিয়ে আসুন
- প্রকাশের সময় : ০৫:৫৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
- / ১৮৭৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ আমরা অকারণে অনেক অপচয় করি। ১৬ কোটি মানুষের এই বাংলাদেশে ৩ লক্ষ মানুষ ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা করে দিলে বাঁচতে পারে এমনই একজন সৌদি আরব ফেরত তরতাজা যুবক মোঃ দেলোয়ার হোসেন মঞ্জুর প্রাণ। আসুন মঞ্জুকে বাঁচাতে আমরা সবাই এগিয়ে আসি । মোঃ দেলোয়ার হোসেন মঞ্জু (৩৫)। সে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মহিষাখোলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
মোঃ দোলোয়ার হোসেন মঞ্জু এস,এস,সি পাশ করার পর চাকুরীর আশা ছেড়ে দিয়ে জীবন ও জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে খুব ভালোই কাটে। দেশে ফিরে সংসার শুরুর লক্ষে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর আবার সৌদি আরবে গমণ করেন। এরমধ্যে তাদের সংসারে মাহমুদা নামক একটি সন্তানের জন্ম হয়। তার বয়স এখন ৫বৎসর। এরই মধ্যে মঞ্জুর সৌদি আরবে কেটে যায় ১১টি বছর। বাড়ীতে ফিরে আসেন। ভাবছিলেন আর সৌদি যাবেন না। মা-বাবা, স্ত্রী-সন্তানকে নিয়ে সুখে শান্তিতে ঘর, সংসার করবেন। কিন্তু বিধিবাম, দেশে ফিরেই অসুস্থ হয়ে পড়েন। রাজবাড়ীর চিকিৎসক ডা. ইকবাল হোসেনকে দেখান। তিনি বিভিন্ন ধরণের পরীক্ষা-নিরিক্ষার পর তাকে ফরিদপুর কিডনী বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট পাঠানো হয়। ফরিদপুর থেকে তাকে ঢাকা কিডনী ফাউন্ডেশনে পাঠানো হয়। সেখানে দু,টি কিডনী বিকল হয়েছে বলে জানানো হয়। বর্তমানে সে ফরিদপুর ডায়াবেটিকস হাসপাতালে সপ্তাহে দু,টো করে ডায়ালাইসিস করান। দীর্ঘ ১১ বছর ধরে বিদেশ থেকে উপার্জিত অর্থ ব্যয় করেও চিকিৎসা খরচ বহন করা তার ও পরিবারের পক্ষে সম্ভব হয়ে উঠছে না। ইতোমধ্যে ডায়ালাইসিস করতে এবং বিভিন্ন স্থানে দীর্ঘদিন চিকিৎসার ফলে তার পরিবার একদম নিঃস্ব হয়ে পড়েছেন । তার ও পরিবারের পক্ষে চিকিৎসার খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে। আপনাদের সবার সহযোগিতা পেলে মঞ্জুকে কিডনী প্রতিস্থাপন করে বাঁচানো সম্ভব। কিডনী প্রতিস্থাপন করার জন্য তার প্রয়োজন বহু টাকা । হয়তো একজনের পক্ষে এ অর্থ সহায়তা দেওয়া সম্ভব না হলেও আমরা অনেক সময় অকারণে ব্যয় করে থাকি, তার থেকে ১০ টাকা সাশ্রয় করে মঞ্জুকে দিলে মঞ্জুর অপারেশন সম্পন্ন হবে। আসুন আমরা মানবিক কারণে তার জন্য সাহায্য করি। আপনাদের সবার একটু একটু করে এগিয়ে আসাই পারে মঞ্জুকে বাঁচাতে, তার মায়ের বুকের মানিক মঞ্জুকে বাঁচিয়ে রাখতে। আবারো তার সন্তানদের নির্ভরতা হয়ে দাঁড়াতে মঞ্জুকে সাহায্য করুন । সবাই সবার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন, মঞ্জুর পাশে নির্ভরতা হয়ে দাঁড়ান । আসুন বাঁচিয়ে তুলি একটা তরতাজা প্রাণ । ওরাই আমার দেশ, আসুন দেশের পাশে দাঁড়াই । মঞ্জুর সাথে যোগাযোগ এবং অর্থ সহায়তা পাঠাবার ঠিকানা ঃ সঞ্চয়ী হিসাব নং- ২২১২৯০১০১০৪৭৩ সোনালী ব্যাংক, শ্রীপুর শাখা, রাজবাড়ী(চাচী নুরজাহান) , বিকাশঃ ০১৭৭৫-২৬৫৯০৪ (চাচাতো ভাই রবিউল)।