গোয়ালন্দে সরকারী ঘর নির্মাণ ॥ অবৈধভাবে অতিরিক্ত জায়গা দখলের অভিযোগ
- প্রকাশের সময় : ০৭:০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
- / 275
জনতার আদালত অনলাইন ॥ গোয়ালন্দ উপজেলার উজানচর নতুনপাড়া গ্রামে সরকারিভাবে ঘর নির্মাণ প্রকল্পে অবরুদ্ধ হতে চলছে দুইটি দুঃস্থ পরিবার। তাদের পাশেই সেলিম বেপারি নামক আরেক উপকারভোগী অতিরিক্ত জায়গা দখল করে সেখানে একটি ছাপড়া ঘর নির্মান করেছেন। চারচালা আরেকটি ঘর নির্মান কাজ শুরু করেছেন। এটা হলে তারা কার্যত অবরুদ্ধ হয়ে পড়বেন বলে দুই ভুক্তভোগীর অভিযোগ।
জানা গেছে, নতুন পাড়ার নতুন ব্রীজ এলাকায় মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ২১ টি ঘর নির্মাণ হচ্ছে। প্রতিটি ঘর মালিকের জন্য ২ শতাংশ করে জায়গা বরাদ্দ। কিন্তু সেলিম বেপারি সেখানে দখল করেছেন প্রায় ৫ শতাংশ জায়গা। অতিরিক্ত জায়গায় তিনি ইতিমধ্যে একটি ছাপড়া ঘর তুলেছেন। আরেকটি চারচালা ঘরের জন্য তিনি কাজ শুরু করেছেন। এ কারনে পাশের আমিরুল ইসলাম ও আলিম মোল্লার দুইটি ঘর নির্দিষ্ট সারি হতে পিছিয়ে করতে হচ্ছে। তাছাড়া তাদের বের হবারও কোন পথ থাকছে না। এ বিষয়ে ভুক্তভোগী আমিরুল ইসলাম বলেন, সেলিম বেপারীর শ্যালক আতিয়ার রহমান উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার। তার প্রভাবেই এভাবে অতিরিক্ত জায়গা দখল করেছেন সেলিম। আমরা নিষেধ করলেও শোনেননি।
এ বিষয়ে সার্ভিয়ার আতিয়ার রহমান বলেন, আমার ভগ্নিপতি অতিরিক্ত জায়গা দখল করেননি। অতিরিক্ত যে জায়গা দেখা যাচ্ছে সেটা ব্যক্তি মালিকানাধীন। সরকারি প্রকল্পের আওতায় ভুলক্রমে ভরাট হয়ে গেছে। এখন জমির মালিককে জমি ছেড়ে দিতে হবে অথবা কিনে নিতে হবে। আমার প্রভাব খাটানোর অভিযোগ সঠিক নয়। ছাপড়া ঘরটি সরিয়ে নেয়া হবে।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম বলেন, সরকারি প্রকল্পের কোন পরিবারই অবরুদ্ধ থাকবে না। আমি অনুসন্ধান করে ব্যবস্থা নেব।