রাজবাড়ীতে আদালতের মার্কেট নির্মাণ: অনিয়মের অভিযোগ তুলে দোকান মালিকদের মানববন্ধন, আইনমন্ত্রীর কাছে স্মারকলিপি
- প্রকাশের সময় : ০৬:২৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / 367
স্টাফ রিপোর্টার ॥রাজবাড়ী কোর্ট চত্ত্বরে জেলা আদালতের উদ্যোগে নির্মাণাধীন মার্কেটে দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন ও আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন দোকান মালিকরা।
বুধবার ‘কোর্ট চত্ত্বরের ব্যবসায়ীবৃন্দ, রাজবাড়ী’র ব্যানারে নির্মাণাধীন মার্কেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আমরা যারা দীর্ঘ সময় কোর্ট চত্ত্বরে ব্যবসা করছি তাদের উচ্ছেদ করা হয়েছে। নির্মাণাধীন মার্কেটে দোকান বরাদ্দের কথা বলে আদালতের কর্মকর্তারা টাকা নিয়েছে কয়েক মাস আগে। আমাদের এখনো কোন দোকান বুঝে দেয়নি। কিন্তু আদালতের কর্মচারীদের আত্মীয় স্বজনদের মাঝে ঠিকই দোকান বরাদ্দ দেয়া হয়েছে। যারা ব্যবসায়ী নয় তারাও দোকান পেয়েছে।
মানববন্ধন শেষে রাজবাড়ী জেলা প্রশাসকের মাধ্যমে আইনমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে স্বাক্ষর করেন দোকান মালিক কোরবান আলী, হেদায়েত আলী, আব্দুল আজিজ, মাহমুদ হাসানসহ ১৫ জন।