Dhaka ১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে বাস চাপায় অটোরিক্সার ১ যাত্রী নিহত, আহত ৪

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:১৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
  • / 196

জনতার আদালত অনলাইন ॥ ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের পদ্মার মোড় এলাকায় দ্রুত গতির সোহাগ পরিবহনের একটি বাস ব্যাটারি চালিত অটোরিক্সাকে চাপা দিলে জরিনা বেগম (৪৫) নামে অটোরিক্সার এক যাত্রীর মৃত্যু হয়। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়ার শমসের কাজীর স্ত্রী।

এ সময় গুরুতর আহত হয়েছেন জরিনা বেগমের ছেলে রবিন (২০), হাসি খাতুন, শহিদুল ইসলাম ও খাদিজা বেগম। এরা সকলেই অটোরিক্সার যাত্রী ও দৌলতদিয়ার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

জানা যায়, মঙ্গলবার বেলা সোয়া ১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পদ্মার মোড় বেইলি ব্রীজ নামক এলাকায় দৌলতদিয়া ঘাটমুখি সোহাগ পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো -ব ১৪-৭০৬৫) অপর একটি বাসকে দ্রুতগতিতে অতিক্রম করার সময় এ দূর্ঘটনাটি ঘটে। পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, পুলিশ দ্রুতগতিতে ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা ও সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে বাস চাপায় অটোরিক্সার ১ যাত্রী নিহত, আহত ৪

প্রকাশের সময় : ০৮:১৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১

জনতার আদালত অনলাইন ॥ ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের পদ্মার মোড় এলাকায় দ্রুত গতির সোহাগ পরিবহনের একটি বাস ব্যাটারি চালিত অটোরিক্সাকে চাপা দিলে জরিনা বেগম (৪৫) নামে অটোরিক্সার এক যাত্রীর মৃত্যু হয়। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়ার শমসের কাজীর স্ত্রী।

এ সময় গুরুতর আহত হয়েছেন জরিনা বেগমের ছেলে রবিন (২০), হাসি খাতুন, শহিদুল ইসলাম ও খাদিজা বেগম। এরা সকলেই অটোরিক্সার যাত্রী ও দৌলতদিয়ার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

জানা যায়, মঙ্গলবার বেলা সোয়া ১ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পদ্মার মোড় বেইলি ব্রীজ নামক এলাকায় দৌলতদিয়া ঘাটমুখি সোহাগ পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো -ব ১৪-৭০৬৫) অপর একটি বাসকে দ্রুতগতিতে অতিক্রম করার সময় এ দূর্ঘটনাটি ঘটে। পুলিশ বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়। আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, পুলিশ দ্রুতগতিতে ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা ও সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।