মুজিববর্ষ উপলক্ষে ম্যারাথন প্রতিযোগিতার প্রস্তুতি সভা বালিয়াকান্দিতে
- প্রকাশের সময় : ০৬:১৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৩৩৪ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর পরিকল্পনায় জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে ঢাকা ম্যারাথন প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন, রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মাহবুবুর রহমান শেখ, বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের মেজর আতিক, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান প্রমুখ। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এস,এম আবু দারদা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান ইউনুছ আলী সরদার, নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসান আলী, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী জাকজমকপুর্ণ ভাবে পালনের লক্ষে ঢাকা ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের দ্রুত রেজিষ্ট্রেশনের লক্ষে উপজেলা পরিষদ ও ৭টি ইউনিয়নের তথ্য ও সেবা কেন্দ্রে রেজিষ্ট্রেশন বুথ খোলার উদ্যোগ নেওয়া হয়েছে।