রাজবাড়ীতে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা
- প্রকাশের সময় : ০৭:৩৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
- / 232
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর, নারী কাউন্সিলর প্রার্থীদের সাথে আচরণ বিধিমালা অবহিতকরণ সভা মঙ্গলবার দুপুরে রাজবাড়ী অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান ও রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাসুদুর রহমান।
রাজবাড়ী পৌরসভার রিটার্নিং অফিসার ও রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীনের সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফউজ্জামান প্রমুখ।
পৌরসভা নির্বাচনে চার মেয়র প্রার্থী, ১২ জন নারী কাউন্সিলর প্রার্থী ও ৪৯ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সবাইকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য আহ্বান জানান।