Dhaka ০৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মুজিববর্ষে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ ইউএনও হেদায়েতুল ইসলাম

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:১৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০
  • / ১৩৪২ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ মুজিব শতবর্ষ উপলক্ষে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন বালিয়াকান্দি উপজেলার সাবেক ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম। গত ২৭ অক্টোবর তারিখে তিনি বালিয়াকান্দি থেকে বদলি হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ইউএনও হিসেবে যোগদান করেন।

রাজবাড়ী জেলা প্রশাসন সূত্র জানায়, মুজিব শতবর্ষ উপলক্ষে ঢাকা বিভাগের প্রতি জেলার একজন ইউএনওকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে। একেএম হেদায়েতুল ইসলাম বছরের বেশির ভাগ সময় বালিয়াকান্দি উপজেলার দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ২২ ডিসেম্বর প্রাপ্ত চিঠিতে রাজবাড়ীর শ্রেষ্ঠ ইউএনও হিসেবে একেএম হেদায়েতুল ইসলামকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে। ২৪ ডিসেম্বর ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়া হবে।

বালিয়াকান্দিতে দায়িত্ব পালনকালে একেএম হেদায়েতুল ইসলাম একজন সজ্জন মানুষ হিসেবে পরিচিত ছিলেন। মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষায় হাতের ছাপ নিয়ে বীরচিহ্ন করার কাজ শুরু করেন। করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে পেঁয়াজের হাট স্থাপন সর্বমহলে প্রশংসিত হয়। খাবার ও ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে গেছেন মানুষের বাড়িতে। এসময় তিনি নিজেও করোনায় আক্রান্ত হন। এছাড়া বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্ণার, উপজেলা ভূমি সেবা প্রশিক্ষণ কেন্দ্রসহ গণমূখী নানা পদক্ষেপ গ্রহণ করেছেন।

বালিয়াকান্দি উপজেলার সাবেক ও বর্তমানে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কর্মরত ইউএনও একএম হেদায়েতুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন, যে কোনো ভালো কাজের স্বীকৃতি ভালো কাজ করতে আরও অনুপ্রেরণা জোগায়। নিঃসন্দেহে এই প্রাপ্তি আমাকে ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মুজিববর্ষে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ ইউএনও হেদায়েতুল ইসলাম

প্রকাশের সময় : ০৬:১৭:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০

জনতার আদালত অনলাইন ॥ মুজিব শতবর্ষ উপলক্ষে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছেন বালিয়াকান্দি উপজেলার সাবেক ইউএনও একেএম হেদায়েতুল ইসলাম। গত ২৭ অক্টোবর তারিখে তিনি বালিয়াকান্দি থেকে বদলি হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ইউএনও হিসেবে যোগদান করেন।

রাজবাড়ী জেলা প্রশাসন সূত্র জানায়, মুজিব শতবর্ষ উপলক্ষে ঢাকা বিভাগের প্রতি জেলার একজন ইউএনওকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে। একেএম হেদায়েতুল ইসলাম বছরের বেশির ভাগ সময় বালিয়াকান্দি উপজেলার দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ২২ ডিসেম্বর প্রাপ্ত চিঠিতে রাজবাড়ীর শ্রেষ্ঠ ইউএনও হিসেবে একেএম হেদায়েতুল ইসলামকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে। ২৪ ডিসেম্বর ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়া হবে।

বালিয়াকান্দিতে দায়িত্ব পালনকালে একেএম হেদায়েতুল ইসলাম একজন সজ্জন মানুষ হিসেবে পরিচিত ছিলেন। মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষায় হাতের ছাপ নিয়ে বীরচিহ্ন করার কাজ শুরু করেন। করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব বজায় রেখে পেঁয়াজের হাট স্থাপন সর্বমহলে প্রশংসিত হয়। খাবার ও ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে গেছেন মানুষের বাড়িতে। এসময় তিনি নিজেও করোনায় আক্রান্ত হন। এছাড়া বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্ণার, উপজেলা ভূমি সেবা প্রশিক্ষণ কেন্দ্রসহ গণমূখী নানা পদক্ষেপ গ্রহণ করেছেন।

বালিয়াকান্দি উপজেলার সাবেক ও বর্তমানে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কর্মরত ইউএনও একএম হেদায়েতুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন, যে কোনো ভালো কাজের স্বীকৃতি ভালো কাজ করতে আরও অনুপ্রেরণা জোগায়। নিঃসন্দেহে এই প্রাপ্তি আমাকে ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।