Dhaka ০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে মারামারির মামলায় আ’লীগ নেতা সালাম গ্রেফতার

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:৪৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
  • / ১৩৩৭ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একটি মারামারির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মৃধা ওরফে সালাম মহুরীকে (৪৫) গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তিনি রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে সিরাজ খার পাড়া মৃত জয়নাল মৃধার ছেলে।
এ ছাড়া তিনি গোয়ালন্দ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা গেছে, ২০১৯ সালের সেপ্টেম্বরে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দৌলতদিয়া রেল স্টেশন এলাকায় বর্তমান নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল ও তার প্রতিদ্বন্দ্বী প্রয়াত আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম মন্ডল সমর্থকদের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর তারিখে দৌলতদিয়া সাহাদত মেম্বার পাড়ার মালেক খন্দকারের ছেলে নুরু মন্ডলের সমর্থক হিসেবে পরিচিত সুজন খন্দকার বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত সম্প্রতি আসামী সালাম মৃধার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে।
এ ব্যাপারে দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিকুর রহমান টিটু দাবী করে বলেন, মামলাটি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান, সালাম মহুরী পলাতক ছিলেন। তাকে ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করে আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে মারামারির মামলায় আ’লীগ নেতা সালাম গ্রেফতার

প্রকাশের সময় : ০৫:৪৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০

জনতার আদালত অনলাইন ॥ দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে একটি মারামারির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মৃধা ওরফে সালাম মহুরীকে (৪৫) গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তিনি রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে সিরাজ খার পাড়া মৃত জয়নাল মৃধার ছেলে।
এ ছাড়া তিনি গোয়ালন্দ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা গেছে, ২০১৯ সালের সেপ্টেম্বরে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দৌলতদিয়া রেল স্টেশন এলাকায় বর্তমান নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল ও তার প্রতিদ্বন্দ্বী প্রয়াত আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম মন্ডল সমর্থকদের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর তারিখে দৌলতদিয়া সাহাদত মেম্বার পাড়ার মালেক খন্দকারের ছেলে নুরু মন্ডলের সমর্থক হিসেবে পরিচিত সুজন খন্দকার বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত সম্প্রতি আসামী সালাম মৃধার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে।
এ ব্যাপারে দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিকুর রহমান টিটু দাবী করে বলেন, মামলাটি মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান, সালাম মহুরী পলাতক ছিলেন। তাকে ওয়ারেন্টের ভিত্তিতে গ্রেফতার করে আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।