Dhaka ০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভি‌ডিও কনফা‌রে‌ন্সিং এর মাধ্য‌মে রাজবাড়ী সদরসহ তিন উপ‌জেলার শতভাগ বিদ্যুতায়‌নের উ‌দ্বোধন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
  • / ১৩৬০ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন : ভি‌ডিও কনফা‌রে‌ন্সিংয়ে দে‌শের ৩১ টি উপ‌জেলার মধ্যে (রাজবাড়ী সদর, পাংশ‌া ও বা‌লিয়াকা‌ন্দি) এই তিন উপ‌জেলার শতভাগ বিদ্যুতায়‌নের উদ্বোধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার সকাল সোয়া ১১ টার দি‌কে জেলা প্রশাসক কার্যাল‌য়ে এক ভি‌ডিও কনফা‌রে‌ন্সিং‌য়ে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা দে‌শের ৩১ উপ‌জেলাসহ রাজবাড়ীর তিন উপ‌জেলার শতভাগ বিদ্যুতায়‌নের উদ্বোধন ক‌রেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ উপ‌জেলার শতভাগ বিদ্যুতায়ন ছাড়া ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ২ টি বিদ্যুৎ কেন্দ্র, ১১ টি গ্রিড উপকেন্দ্র ও ৬ টি সঞ্চালন লাইন উদ্বোধন ক‌রেন।

ভি‌ডিও কনফা‌রে‌ন্সিং‌য়ে উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ী-১ অাস‌নের এম‌পি কাজী কেরামত অালী, জেলা প্রশাসক দিলসাদ বেগম, অতি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) সা‌রোয়ার অাহ‌মেদ সা‌লেহীন, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মোঃ সালাহউ‌দ্দিন, সদর উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান ্যোডঃ ইমদাদুল হক বিশ্বাস, সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান, ‌জেলা ওজোপা‌ডি‌কোর নির্বাহী প্রো‌কৌশলী  অা‌মিনুল ইসলাম, জেলা পল্লী বিদ্যুৎ স‌মি‌তির জেনা‌রেল ম্যানাজার মোঃ কামরুল ইসলাম গোলদার প্রমূখ।

এরঅা‌গে রাজবাড়ী গোয়ালন্দ ও কালুখালী উপ‌জেলা‌কে শতভাগ বিদ্যুতায়‌ন হ‌য়ে‌ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভি‌ডিও কনফা‌রে‌ন্সিং এর মাধ্য‌মে রাজবাড়ী সদরসহ তিন উপ‌জেলার শতভাগ বিদ্যুতায়‌নের উ‌দ্বোধন

প্রকাশের সময় : ০৭:০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০

জনতার আদালত অনলাইন : ভি‌ডিও কনফা‌রে‌ন্সিংয়ে দে‌শের ৩১ টি উপ‌জেলার মধ্যে (রাজবাড়ী সদর, পাংশ‌া ও বা‌লিয়াকা‌ন্দি) এই তিন উপ‌জেলার শতভাগ বিদ্যুতায়‌নের উদ্বোধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার সকাল সোয়া ১১ টার দি‌কে জেলা প্রশাসক কার্যাল‌য়ে এক ভি‌ডিও কনফা‌রে‌ন্সিং‌য়ে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা দে‌শের ৩১ উপ‌জেলাসহ রাজবাড়ীর তিন উপ‌জেলার শতভাগ বিদ্যুতায়‌নের উদ্বোধন ক‌রেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ উপ‌জেলার শতভাগ বিদ্যুতায়ন ছাড়া ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ২ টি বিদ্যুৎ কেন্দ্র, ১১ টি গ্রিড উপকেন্দ্র ও ৬ টি সঞ্চালন লাইন উদ্বোধন ক‌রেন।

ভি‌ডিও কনফা‌রে‌ন্সিং‌য়ে উপ‌স্থিত ছি‌লেন, রাজবাড়ী-১ অাস‌নের এম‌পি কাজী কেরামত অালী, জেলা প্রশাসক দিলসাদ বেগম, অতি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) সা‌রোয়ার অাহ‌মেদ সা‌লেহীন, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার মোঃ সালাহউ‌দ্দিন, সদর উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান ্যোডঃ ইমদাদুল হক বিশ্বাস, সদর উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান, ‌জেলা ওজোপা‌ডি‌কোর নির্বাহী প্রো‌কৌশলী  অা‌মিনুল ইসলাম, জেলা পল্লী বিদ্যুৎ স‌মি‌তির জেনা‌রেল ম্যানাজার মোঃ কামরুল ইসলাম গোলদার প্রমূখ।

এরঅা‌গে রাজবাড়ী গোয়ালন্দ ও কালুখালী উপ‌জেলা‌কে শতভাগ বিদ্যুতায়‌ন হ‌য়ে‌ছে।