বালিয়াকান্দি থানার নতুন ওসি তারেকুজ্জামান, পরিদর্শক সুমন আদিত্য
- প্রকাশের সময় : ০৭:১৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২০
- / ১৯৭১ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন : বালিয়াকান্দি থানায় নতুন ওসি হিসেবে যোগ দিয়েছেন তারেকুজ্জামান। পরিদর্শক (তদন্ত) পদে যোগ দিয়েছেন সুমন কুমার আদিত্য।
নবাগত ওসি তারেকুজ্জামান হয়রানীমুক্ত জনগণের কাঙ্খিত সেবা প্রদান ও দুর্ণীতিমুক্ত পুলিশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, অন্যায়ের সাথে কোন আপোষ হবে না, থানাকে দালালমুক্ত করা হবে। কোন অন্যায় কাজের পক্ষপাতিত্য করলে তাকেও ছাড় দেয়া হবে না, আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। হয়রানীমুক্ত জনগণের কাঙ্খিত সেবা প্রদান ও দুর্ণীতিমুক্ত পুলিশ গড়তে কাজ করবো। এ কাজে উপজেলার সকল স্তরের মানুষের সহযোগিতা চাই।
তারেকুিজ্জামান ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন। ময়মনসিংহ জেলার গফরগাঁও, গৌরিপুর, ফুলবাড়ীয়াসহ গুরুত্বপুর্ণ থানায় সততার সাথে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন। গাজীপুর জেলার শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন কালীন সময়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়। মঙ্গলবার রাতে তিনি বালিয়াকান্দি থানায় যোগদান করেন। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার চান্দপুর বড়বাড়ী গ্রামের এক সম্ভান্ত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ব্যক্তি জীবনে ১ ছেলে ও ১ মেয়ের জনক তিনি।
তিনি আরো বলেন, হয়রানীমুক্ত ও দুর্ণীতিমুক্ত পুলিশী সেবা পেতে উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, ব্যবসায়ী ও সুধিমহল সার্বিক সহযোগিতা করবেন।
অপরদিকে নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্য বুধবার সকালে যোগদান করেছেন।
তিনি ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন।বিভিন্ন গুরুত্বপুর্ণ থানায় সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন । ২০১৭ সালে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি লাভ করেন। ব্রাক্ষ্মণবাড়ীয়ার বিজয়নগর থানার পুলিশ পরিদর্শক হিসেবে সততার সাথে দায়িত্ব পালন কালীন সময়ে বালিয়াকান্দি থানায় পদায়ন করা হয়। বুধবার সকালে তিনি বালিয়াকান্দি থানায় যোগদান করেন। তিনি টাঙ্গাইলের ঘাটাইলের সন্তান। ব্যক্তি জীবনে ২ ছেলের জনক তিনি।
তিনি পুলিশী সেবা পেতে উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, ব্যবসায়ী ও সুধিমহলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।