Dhaka ১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দেশ রূপান্তর পত্রিকার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করলেন সাংসদ জিল্লুল হাকিম ॥ মামলা সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধেও

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
  • / ১৯৩২ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক প্রকাশক ও রিপোর্টারের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম। বুধবার রাজবাড়ী ২ নং আমলী আদালতে সাংসদ জিল্লুল হাকিমের পক্ষে আমমোক্তারনামায় মামলাটি দায়ের করেন মিজানুর রহমান। মামলায় দেশ রূপান্তরের রিপোর্টার আলাউদ্দিন আরিফ ১ নং, সম্পাদক অমিত হাবীবকে ২ নং এবং প্রকাশক মাহীর আলী খান রাতুলকে ৩ নং আসামি করা হয়েছে।

মামলায় বাদী অভিযোগ করেন, গত ২৫ জুলাই তারিখে দৈনিক দেশ রূপান্তরের  ১ম পৃষ্ঠায় ‘রাজবাড়ীতে এমপি জিল্লুল হাকিমের ভয়ে এলাকা ছাড়া আওয়ামী লীগ নেতারা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি মিথ্যা, অসত্য ও মানহানিকর। সংবাদে উল্লেখিত দুই শতাধিক নেতাকর্মী এখন এখন এলাকাছাড়া এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেনÑ এটিও মিথ্যা। এজাহারে আরও উল্লেখ করা হয়, জেলা পরিষদের জমি দখল, স্কুল কলেজের নিয়োগ বাণিজ্য, টেন্ডার নিয়ন্ত্রণ, সাব-রেজিস্ট্রি অফিসে কমিশন, বিভিন্ন জমির মালিক ও বালু উত্তোলনসহ যেসব অভিযোগ  আনা হয়েছে তার কোনোটিই সত্য নয়। সাংসদ জিল্লুল হাকিমের বিরুদ্ধে  এধরণের সংবাদ প্রকাশে তার ১০ কোটি টাকার মানহানি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আদালতের বিচারক সুধাংশু শেখর রায় মামলাটি তদন্তের জন্য কালুখালী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

একই আদালতে সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে ১০ লাখ টাকার দাবিতে মানহানি মামলা করেছেন কালুখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউসুফ হোসেন।

দৈনিক দেশ রূপান্তর ও সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন জন। সামাজিক যোগাযোগ ফেসবুকে মামলা প্রত্যাহারেরও দাবি জানান তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দেশ রূপান্তর পত্রিকার বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করলেন সাংসদ জিল্লুল হাকিম ॥ মামলা সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধেও

প্রকাশের সময় : ০৯:০৫:১০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০

জনতার আদালত অনলাইন ॥ দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক প্রকাশক ও রিপোর্টারের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেছেন রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনের সংসদ সদস্য জিল্লুল হাকিম। বুধবার রাজবাড়ী ২ নং আমলী আদালতে সাংসদ জিল্লুল হাকিমের পক্ষে আমমোক্তারনামায় মামলাটি দায়ের করেন মিজানুর রহমান। মামলায় দেশ রূপান্তরের রিপোর্টার আলাউদ্দিন আরিফ ১ নং, সম্পাদক অমিত হাবীবকে ২ নং এবং প্রকাশক মাহীর আলী খান রাতুলকে ৩ নং আসামি করা হয়েছে।

মামলায় বাদী অভিযোগ করেন, গত ২৫ জুলাই তারিখে দৈনিক দেশ রূপান্তরের  ১ম পৃষ্ঠায় ‘রাজবাড়ীতে এমপি জিল্লুল হাকিমের ভয়ে এলাকা ছাড়া আওয়ামী লীগ নেতারা’ শিরোনামে প্রকাশিত সংবাদটি মিথ্যা, অসত্য ও মানহানিকর। সংবাদে উল্লেখিত দুই শতাধিক নেতাকর্মী এখন এখন এলাকাছাড়া এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেনÑ এটিও মিথ্যা। এজাহারে আরও উল্লেখ করা হয়, জেলা পরিষদের জমি দখল, স্কুল কলেজের নিয়োগ বাণিজ্য, টেন্ডার নিয়ন্ত্রণ, সাব-রেজিস্ট্রি অফিসে কমিশন, বিভিন্ন জমির মালিক ও বালু উত্তোলনসহ যেসব অভিযোগ  আনা হয়েছে তার কোনোটিই সত্য নয়। সাংসদ জিল্লুল হাকিমের বিরুদ্ধে  এধরণের সংবাদ প্রকাশে তার ১০ কোটি টাকার মানহানি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

আদালতের বিচারক সুধাংশু শেখর রায় মামলাটি তদন্তের জন্য কালুখালী থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

একই আদালতে সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে ১০ লাখ টাকার দাবিতে মানহানি মামলা করেছেন কালুখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউসুফ হোসেন।

দৈনিক দেশ রূপান্তর ও সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন জন। সামাজিক যোগাযোগ ফেসবুকে মামলা প্রত্যাহারেরও দাবি জানান তারা।