বালিয়াকান্দিতে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
- / ১৩৫৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা উপজেলা মৎস্য অফিসের অভিযানে বহরপুর বাজারের ব্যবসায়ী আলমগীর শেখের দোকান থেকে মঙ্গলবার বিকেলে পাঁচ লাখ টাকা মূল্যমানের ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দোকানী আলমগীরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আবু দারদা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত আলমগীর একই ইউনিযনের চর ফরিদপুর গ্রামের বাসিন্দা।
অভিযানে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল হক, ক্ষেত্র সহকারী রাওফুর মোরসালিন, ইমরান মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়।
Tag :