বরিশালে ধান কাটতে গিয়ে প্রাণ হারালেন পাংশার কৃষক
- প্রকাশের সময় : ০৭:০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২০
- / ১৪৬১ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন : রাজবাড়ীর পাংশা থেকে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ধান কাটতে যাওয়া শাহীন খান নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের মোঃ সলিম খা’র ছেলে।
শনিবার দুপুরে ধানের আঁটি বেঁধে জমির মালিকের বাড়িতে পৌঁছে দেয়ার সময় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন শাহীন খান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. আল-আমিন মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে ধান কাটার জন্য রাজবাড়ী থেকে কয়েকজন শ্রমিকের সঙ্গে বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাহাদুরপুর গ্রামে যান শাহীন খান। অন্য দিনের মতো শনিবারও মাঠে ধান কাটছিলেন তিনি। ধান কাটা শেষে দুপরে আঁটি বেঁধে মালিকের বাড়িতে পৌঁছে দেয়ার সময় মাটিতে পড়ে যান শাহীন। উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল-আমিন বলেন, মৃত্যুর পর তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছিল। শাহীন করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা তার সঙ্গের লোকজন বলতে পারেননি। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।
মৃত শাহিন খা দুই সন্তানের জনক ছিলেন। প্রথম সন্তান সৌরভ চতুর্থ শ্রেণীতে পড়ে এবং দ্বিতীয় সন্তান রাকিব শিশু শ্রেণীতে লেখাপড়া করছে। একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে।