বালিয়াকান্দিতে কৃষকদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
- প্রকাশের সময় : ০৮:২৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০
- / ১৫১০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প এর আওতায় ১৪ টি সিআইজি গ্রুপের ১৪ জন চাষির মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ পুকুর চত্বরে আনুষ্ঠানিক ভাবে তুলেদেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম। এসময় কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, সহকারী মৎস্য কর্মকর্তা রবিউল হক, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা শাহাদৎ ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ আহম্মেদ তপু, ক্ষেত্র সহকারী রাওফুর মোরসালিন, ইমরান মোল্ল্যা ও ইউনিয়নের লিফগন। অন্যদিকে জেলা মৎস্য কর্মকর্তার গঠিত ৫ সদস্য বিশিষ্ট কমিটি জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মরা চন্দনা নদী বদ্ধ জলমহালের খননকৃত তিনটি অংশের জলাশয় চূড়ান্ত পরিমাপ করা হয়।