রাজবাড়ীতে ৫জন করোনা পজিটিভ ॥ পুরো জেলা লকডাউন ঘোষণা
- প্রকাশের সময় : ০৫:৪৩:০২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০
- / ১৬৬২ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে পাঁচজনের শরীরে করোনা পজিটিভ হওয়ায় রাজবাড়ী জেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। শনিবার বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসন গণ বিজ্ঞপ্তির মাধ্যমে লকডাউন ঘোষণা করে।
রাজবাড়ী জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত কয়েকদিনে রাজবাড়ী জেলার ৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে পাঁচজনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। এদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলা এলাকায়। আক্রান্তদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ।
রাজবাড়ী সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আনার প্রক্রিয়া চলছে।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান খান জানান, যে পাঁচজনের রিপোর্ট পজিটিভ এসেছে তারা সকলেই রাজবাড়ী সদর উপজেলা এলাকার হওয়ায় সদর উপজেলা এলাকা লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে বিকেলে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, করোনা ভাইরাস সংক্রমণের কারণে রাজবাড়ী জেলাকে আগামী ১০ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হলো। এসময়ের মধ্যে রাজবাড়ীর কেউ বাইরে যেতে পারবে না বা বাইরের কেউ এ জেলায় প্রবেশ করতে পারবেনা।