রাজবাড়ীতে তরুণ চিকিৎসক বিদ্যুতের অকাল মৃত্যু
- প্রকাশের সময় : ০৮:৪৬:১৯ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭
- / 332
স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাসিন্দা ফরিদপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে রোববার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর। তিনি বিএমএ রাজবাড়ী জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক ছিলেন। ডা. বিদ্যুতের অকাল মৃত্যুতে তার প্রতিবেশি, বন্ধুবান্ধব ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল শিক্ষক সমিতির এক সভায় এক মিনিট নীরবতা পালন ও শোক প্রস্তাব গৃহীত হয়। তার বাবা বিশ্বনাথ বিশ্বাস প্রখ্যাত পাট ব্যবসায়ী।
পারিবারিক সূত্রে জানা যায়, দুর্গাপূজার ছুটিতে তিনি রাজবাড়ী শহরের বড়পুলে ভাড়া বাসায় অবস্থানকালে রোববার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিকেলের দিকে আরও বেশি অসুস্থ হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাতটার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, বাবাÑমা, আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী সাত মাসের অন্ত¦সত্ত্বা বলে জানা গেছে। রোববার রাতে চন্দনী শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে রাজবাড়ী বিএমএ ও স্বাচিপ নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
চিকিৎসা পেশায় নিয়োজিত হওয়ার পর তিনি এলাকার দুঃস্থ ও গরীব মানুষকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিতেন। ক্রমশঃ তিনি একজন জনপ্রিয় ডাক্তার হয়ে উঠছিলেন।