যে দেশের লাইব্রেরী যত উন্নত সে দেশের মানুষ তত সমৃদ্ধ।। রাজবাড়ী পাবলিক লাইব্রেরীর সবংর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক শওকত আলী
- প্রকাশের সময় : ১২:২৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭
- / ১৬৫১ জন সংবাদটি পড়েছেন
স্টাফ রিপোর্টার ॥ রাজবাড়ী পাবলিক লাইব্রেরীর কার্যনির্বাহী কমিটির সভা ও নবাগত জেলা প্রশাসক মো. শওকত আলীর সংবর্ধনা বুধবার সন্ধ্যায় পাবলিক লাইব্রেরীর পাঠকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনার জবাবে জেলা প্রশাসক শওকত আলী বলেন, লাইব্রেরী হলো পবিত্র স্থান। জ্ঞানের আধার। যে দেশের লাইব্রেরী যত উন্নত সে দেশের মানুষ তত সমৃদ্ধ। রাজবাড়ী পাবলিক লাইব্রেরীর ভবন দেখে আমি সত্যিই মর্মাহত। বইগুলোও বেশ পুরনো। আর্থিক দৈন্যতার কারণেই লাইব্রেরীর এই দৈন্যদশা বলে আমি মনে করি। এজন্য সামর্থবান মানুষদের লাইব্রেরীর সাথে সম্পৃক্ত করতে হবে। লাইব্রেরীতে নতুন বই আসলে এর পাঠক সংখ্যাও বাড়বে সন্দেহ নেই। প্রতি বছর নির্বাহী কমিটির সদস্যরা যদি ৫টি করেও বই দেন তাহলেও বইয়ের সংখ্যা অনেক হবে।
তিনি বলেনড়, যেহেতু অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়েছি তাই লাইব্রেরীর উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করবো।
লাইব্রেরীর সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক বলেন, লাইব্রেরীর দায়িত্ব নেয়ার পর থেকে লাইব্রেরীর জন্য নিরলসভাবে কাজ করছি। কীভাবে উন্নতি করা যায় তা নিয়ে ভাবছি। লাইব্রেরীর পাঠক, সদস্য ও প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা আমাদের লক্ষ্যে পৌছাতে চাই।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ নুরুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা ও পাবলিক লাইব্রেরীর কার্যনির্বাহী সদস্য সৈয়দ সিদ্দিকুর রহমান, রাজবাড়ী পাবলিক লাইব্ররীর সহ সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী ও আব্দুস সালাম মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক মআ ওয়াজেদ বিশ^াস, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক রাজন সহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, পাঠক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।