Dhaka ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ১৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

রাজবাড়ীতে সনাকের উদ্যোগে অভিভাবক ও নাগরিক সমাবেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:১৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 72

 রাজবাড়ী সচেতন নাগরিক কমিটির উদ্যোগে সোমবার শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে অভিভাবকদের করণীয়’ শীর্ষক অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মধুসুদন সাহা। রাজবাড়ী সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, সহকারী প্রধান শিক্ষক প্রণব কুমার প্রামানিক, সচেতন নাগরিক কমিটির সহ সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার পাল, হাফিজুর রহমান, সনাক সদস্য জাহাঙ্গীর হোসেন, অভিভাবক শাপলা বেগম, বহরপুর ডিগ্রী কলেজ এর প্রভাষক খাদেম হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সৌমিত্র শীল চন্দন।

বক্তারা বলেন, আপনাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবেন। তার প্রতি সার্বক্ষণিক নজর রাখবেন। সন্তান প্রতিষ্ঠিত হলে সব বাবা-মা গর্ববোধ করেন। সে যেমন পরিবারের সম্পদ হয় তেমনি দেশেরও সম্পদ। কিন্তু পরিপূর্ণ মানুষরূপে গড়ে তুলতে অভিভাবকদের ভ‚মিকা রাখা জরুরি। মায়েদের পাশাপাশি বাবাদেরও সন্তানদের লেখাপড়া বিষয়ে আরো যতœশীল ও দায়িত্ববান হতে হবে। বাড়িতে পড়াশুনার পরিবেশ তৈরি করতে হবে। তবেই গুনগত মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ।

সমাবেশে অভিভাবক ও অংশগ্রহনকারীরা শিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা শিক্ষার পরিবেশ ইত্যাদি বিষয়ে মতামত ও সুপারিশ উপস্থাপন করেন। সমাবেশে প্রায় ২৫০ মানুষ অংশগ্রহন করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে সনাকের উদ্যোগে অভিভাবক ও নাগরিক সমাবেশ

প্রকাশের সময় : ০৫:১৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

 রাজবাড়ী সচেতন নাগরিক কমিটির উদ্যোগে সোমবার শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক ও নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে অভিভাবকদের করণীয়’ শীর্ষক অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মধুসুদন সাহা। রাজবাড়ী সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর মো. নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, সহকারী প্রধান শিক্ষক প্রণব কুমার প্রামানিক, সচেতন নাগরিক কমিটির সহ সভাপতি মুহাম্মদ সাইফুল্লাহ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন কুমার পাল, হাফিজুর রহমান, সনাক সদস্য জাহাঙ্গীর হোসেন, অভিভাবক শাপলা বেগম, বহরপুর ডিগ্রী কলেজ এর প্রভাষক খাদেম হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক সৌমিত্র শীল চন্দন।

বক্তারা বলেন, আপনাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবেন। তার প্রতি সার্বক্ষণিক নজর রাখবেন। সন্তান প্রতিষ্ঠিত হলে সব বাবা-মা গর্ববোধ করেন। সে যেমন পরিবারের সম্পদ হয় তেমনি দেশেরও সম্পদ। কিন্তু পরিপূর্ণ মানুষরূপে গড়ে তুলতে অভিভাবকদের ভ‚মিকা রাখা জরুরি। মায়েদের পাশাপাশি বাবাদেরও সন্তানদের লেখাপড়া বিষয়ে আরো যতœশীল ও দায়িত্ববান হতে হবে। বাড়িতে পড়াশুনার পরিবেশ তৈরি করতে হবে। তবেই গুনগত মানসম্মত শিক্ষা নিশ্চিত হবে বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ।

সমাবেশে অভিভাবক ও অংশগ্রহনকারীরা শিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা শিক্ষার পরিবেশ ইত্যাদি বিষয়ে মতামত ও সুপারিশ উপস্থাপন করেন। সমাবেশে প্রায় ২৫০ মানুষ অংশগ্রহন করেন।