Dhaka ০৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের মাঠে ৩৪ বছর পর টেস্ট জিতল উইন্ডিজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
  • / 43

পাকিস্তানে খেলতে এসে টেস্টে জয়ের স্মৃতি ভুলতেই বসেছিল ওয়েস্ট ইন্ডিজ। কম তো হয়নি, সেই ১৯৯০ সালের নভেম্বর, তারপর থেকেই সাদা পোশাকে জয় অধরা দেশটিতে। আজ গর্ডন গ্রিনিজ, কার্টলি অ্যামব্রোস, কোর্টনি ওয়ালশের স্মৃতি ফিরিয়ে আনল উইন্ডিজ দল। মুলতানে তুলে নিল মনে রাখার মতো এক জয়!

আজ সোমবার টেস্টের তৃতীয় দিনে জয় হাতছানি দিচ্ছিল ক্যারিবীয়দের। চাই মাত্র ৬ উইকেট। সিরিজ জিততে পাকিস্তানের দরকার ছিল আরও ১৭৮ রান। ঠিক এ অবস্থায় স্বাগতিকদের স্বপ্ন ভেঙে দিল ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। ১২০ রানের জয় তুলে নিল তারা। তাতেই দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষ হলো ১-১ সমতায়!

এর আগে ২৫৪ রানের লক্ষ্যে নেমে পাকিস্তান দ্বিতীয় দিন শেষ করে ৪ উইকেটে ৭৬ রানে। আজ তৃতীয় দিনে ১৩৩ রানে অলআউট তারা। শান মাসুদের দল লড়তেই পারল না!

আজ টেস্টের তৃতীয় দিন সকালে দিনের প্রথম আট বলে ফিরে যান আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সৌদ শাকিল ও কাশিফ আলী। এরপর সপ্তম উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমান লড়েন কিছুটা সময়। কিন্তু ৩৯ রানের জুটি ভেঙে দুজনকেই আউট করেন ওয়ারিক্যান। সাজিদ খানকে ফিরিয়ে ইনিংসে ৫ উইকেট তুলেন তিনি। প্রথম ইনিংসে ৪ উইকেট সঙ্গে দুই ইনিংস মিলিয়ে ৫৪ রান। ম্যাচসেরা ৩২ বছর বয়সী ওয়ারিক্যাই।

সংক্ষিপ্ত স্কোর-

ওয়েস্ট ইন্ডিজ: ১ম ইনিংসে ১৬৩/১০ ও ২য় ইনিংসে ২৪৪/১০ (ব্রাফেট ৫২, ইমলাখ ৩৫, জাঙ্গু ৩০; সাজিদ ৪/৭৬, নোমান ৪/৮০)।

পাকিস্তান: ১ম ইনিংসে ১৫৪/১০ ও ২য় ইনিংসে ১৩৩/১০ (বাবর ৩১, রিজওয়ান ২৫, সালমান ১৫; ওয়ারিক্যান ৫/২৭, সিনক্লেয়ার ৩/৬১)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১২০ রানে জয়ী।
ম্যাচসেরা: জোমেল ওয়ারিক্যান।
সিরিজ: ২ টেস্ট সিরিজ ১–১ সমতা।
সিরিজসেরা: জোমেল ওয়ারিক্যান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাকিস্তানের মাঠে ৩৪ বছর পর টেস্ট জিতল উইন্ডিজ

প্রকাশের সময় : ০১:০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

পাকিস্তানে খেলতে এসে টেস্টে জয়ের স্মৃতি ভুলতেই বসেছিল ওয়েস্ট ইন্ডিজ। কম তো হয়নি, সেই ১৯৯০ সালের নভেম্বর, তারপর থেকেই সাদা পোশাকে জয় অধরা দেশটিতে। আজ গর্ডন গ্রিনিজ, কার্টলি অ্যামব্রোস, কোর্টনি ওয়ালশের স্মৃতি ফিরিয়ে আনল উইন্ডিজ দল। মুলতানে তুলে নিল মনে রাখার মতো এক জয়!

আজ সোমবার টেস্টের তৃতীয় দিনে জয় হাতছানি দিচ্ছিল ক্যারিবীয়দের। চাই মাত্র ৬ উইকেট। সিরিজ জিততে পাকিস্তানের দরকার ছিল আরও ১৭৮ রান। ঠিক এ অবস্থায় স্বাগতিকদের স্বপ্ন ভেঙে দিল ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। ১২০ রানের জয় তুলে নিল তারা। তাতেই দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষ হলো ১-১ সমতায়!

এর আগে ২৫৪ রানের লক্ষ্যে নেমে পাকিস্তান দ্বিতীয় দিন শেষ করে ৪ উইকেটে ৭৬ রানে। আজ তৃতীয় দিনে ১৩৩ রানে অলআউট তারা। শান মাসুদের দল লড়তেই পারল না!

আজ টেস্টের তৃতীয় দিন সকালে দিনের প্রথম আট বলে ফিরে যান আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সৌদ শাকিল ও কাশিফ আলী। এরপর সপ্তম উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও আগা সালমান লড়েন কিছুটা সময়। কিন্তু ৩৯ রানের জুটি ভেঙে দুজনকেই আউট করেন ওয়ারিক্যান। সাজিদ খানকে ফিরিয়ে ইনিংসে ৫ উইকেট তুলেন তিনি। প্রথম ইনিংসে ৪ উইকেট সঙ্গে দুই ইনিংস মিলিয়ে ৫৪ রান। ম্যাচসেরা ৩২ বছর বয়সী ওয়ারিক্যাই।

সংক্ষিপ্ত স্কোর-

ওয়েস্ট ইন্ডিজ: ১ম ইনিংসে ১৬৩/১০ ও ২য় ইনিংসে ২৪৪/১০ (ব্রাফেট ৫২, ইমলাখ ৩৫, জাঙ্গু ৩০; সাজিদ ৪/৭৬, নোমান ৪/৮০)।

পাকিস্তান: ১ম ইনিংসে ১৫৪/১০ ও ২য় ইনিংসে ১৩৩/১০ (বাবর ৩১, রিজওয়ান ২৫, সালমান ১৫; ওয়ারিক্যান ৫/২৭, সিনক্লেয়ার ৩/৬১)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১২০ রানে জয়ী।
ম্যাচসেরা: জোমেল ওয়ারিক্যান।
সিরিজ: ২ টেস্ট সিরিজ ১–১ সমতা।
সিরিজসেরা: জোমেল ওয়ারিক্যান।