স্কুলছাত্রীর মাথা ফাটালো বখাটেরা
- প্রকাশের সময় : ০৬:৫৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
- / 97
রাজবাড়ীতে এক স্কুলছাত্রীর মাথা ফাটিয়ে দিয়েছে বখাটেরা। বুধবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সে খানখানাপুর তমিজউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী সে। তার বাড়ি খানখানাপুর ইউনিয়ন এলাকায়।
স্থানীয় সূত্র জানায়, ওই ছাত্রী এবছর এসএসসি পরীক্ষার্থী। প্রাইভেট পড়ে তার বাবার দোকানে যাবার সময় খানখানাপুর কামার পট্টি এলাকায় এক বখাটে পেছন থেকে ঢিল ছুড়ে পালিয়ে যায়। এতে তার মাথা ফেটে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর রাতেই সে বাড়ি ফিরে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সফিউল্লাহ জানান, বিষয়টি জানার পর তিনি খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে মৌখিকভাবে জানিয়েছেন। ছাত্রীর বাবাকে ফোন করে ডেকে বিষয়টি জানতে চেয়েছেন। মেয়েটি কাউকে চিনতে পারেনি বলে তার বাবাকে জানিয়েছে। তিনি আরও জানান, ইতিপূর্বে তাদের স্কুলের কোনো ছাত্রীর সাথে এমন ঘটনা ঘটেনি। তিনি ছাত্রীদের নিরাপত্তার দাবি করেন।
খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি পাবেল মোল্লা জানান, বিষয়টি তিনি জেনেছেন। যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক। কে করেছে তাকে নাকি মেয়েটি চিনতে পারেনি। সুনির্দিষ্ট কোনো তথ্যও দিতে পারেনি। এব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেয়নি। এমন ঘটনা যেন না ঘটে সেদিকে লক্ষ্য রাখা হবে।