Dhaka ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / 86

 রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক সুলতানা আক্তার সোমবার জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের ম্েধ্য রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান, নেজারত ডেপুটি কালেক্টর নাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক সুলতানা আক্তার সমস্যা সমাধানে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

গত ১৩ জানুয়ারি সুলতানা আক্তার রাজবাড়ীর জেলা প্রশাসক পদে যোগ দেন।  ইতিপূর্বে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তনি-২ শাখা) পদে কর্মরত ছিলেন। গত ৯জানুয়ারি তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়। সুলতানা আক্তার ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০০৮ সালের নভেম্বরে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দিয়ে  মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কাজ শুরু করেন। এরপর তিনি নরসিংদী জেলার রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়। পরবর্তীতে তিনি জ্বালানি মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি উপসচিব পদে পদোন্নতি পান। সর্বশেষ তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তানি-২ শাখা) পদে দায়িত্ব পালন করেন। তিনি ফেনী জেলার পরশুরাম উপজেলার বাসিন্দা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

প্রকাশের সময় : ০৫:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

 রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক সুলতানা আক্তার সোমবার জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের ম্েধ্য রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান, নেজারত ডেপুটি কালেক্টর নাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। জেলা প্রশাসক সুলতানা আক্তার সমস্যা সমাধানে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

গত ১৩ জানুয়ারি সুলতানা আক্তার রাজবাড়ীর জেলা প্রশাসক পদে যোগ দেন।  ইতিপূর্বে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তনি-২ শাখা) পদে কর্মরত ছিলেন। গত ৯জানুয়ারি তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়। সুলতানা আক্তার ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০০৮ সালের নভেম্বরে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দিয়ে  মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কাজ শুরু করেন। এরপর তিনি নরসিংদী জেলার রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়। পরবর্তীতে তিনি জ্বালানি মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি উপসচিব পদে পদোন্নতি পান। সর্বশেষ তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তানি-২ শাখা) পদে দায়িত্ব পালন করেন। তিনি ফেনী জেলার পরশুরাম উপজেলার বাসিন্দা।