গুরুত্বপূর্ণ সংবাদ:
বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব
বালিয়াকান্দি প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৫:০১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
- / 9
বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে তারুণ্যের উৎসব মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় মাঠ চত্বরে প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বহরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী মৃনাল কান্তি শিকদার। উদ্বোধনী অনুষ্ঠানের পর সেমিনার এবং চিত্রাঙ্কন ও কুইজসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক শ্রী মৃনাল কান্তি সিকদার বলেন, শিক্ষার সাথে সাথে শিক্ষার্থীদের সকল প্রকার কাজকর্ম শিখে রাখা প্রয়োজন। আজ তোমরা বিদ্যালয়ের শুধু পুঁথিগত বিদ্যা শিখলেই চলবে না। এর সঙ্গে পারিবারিক, সামাজিক কর্মকান্ড শিখে রাখতে হবে। কারণ প্রতিটা ক্ষেত্রেই এ সকল কর্মকান্ডের প্রয়োজন আছে। বিশেষ অতিথির বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম খান।
Tag :