Dhaka ০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
পাঁচ বছরের অপেক্ষার অবসান

রাবির দ্বাদশ সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / 13

পাঁচ বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন। আগামী ১৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আজ (১৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।

বিবৃতিতে আরো বলা হয়, এ পর্যন্ত ছয় হাজারেরও বেশি শিক্ষার্থী সমাবর্তনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এবং অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্য শীঘ্রই জানানো হবে।

সমাবর্তনের ঘোষণা আসার পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। সমাবর্তনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানের (২০১৪–১৫) বর্ষের শিক্ষার্থী মো. সামিউল আলম বলেন, “একজন স্নাতকধারীর সবচেয়ে বড় অর্জন হচ্ছে সমাবর্তনের দিনে তার এই চার-পাঁচ বছরের ক্যাম্পাস জীবনের স্মৃতি, গর্ব, এবং অভিজ্ঞতাকে কালো গাউনে রূপান্তরিত করা। অবশেষে আমি সেই মাহেন্দ্রক্ষণে নিজেকে শামিল করতে যাচ্ছি এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি। বাবা-মায়ের কঠোর পরিশ্রমের ফল হিসেবে তাদের এই দিনটি উৎসর্গ করতে পারব বলে আমি অশ্রুসিক্ত। বন্ধুবান্ধব, সহপাঠী ও সিনিয়রদের সঙ্গে একসাথে এই মুহূর্তটি উদযাপন করতে মুখিয়ে আছি।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব তার ফেসবুক পোস্টে জানান, “রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটি ঐতিহাসিক দিন আয়োজন করতে যাচ্ছে। ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হবে। আমরা এই আয়োজন সফল করতে সবার সহযোগিতা কামনা করছি।”

সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে এবং স্টেডিয়ামে এক জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি স্মরণীয় করে তোলা হবে। এটি শুধুমাত্র স্নাতকদের জন্য নয়, পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য একটি ঐতিহাসিক দিন হয়ে উঠবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সফল আয়োজনের জন্য সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ একাদশ সমাবর্তন ২০১৯ সালের ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আবদুল হামিদ। পাঁচ বছর পর এই সমাবর্তন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের পরিবেশে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাঁচ বছরের অপেক্ষার অবসান

রাবির দ্বাদশ সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি

প্রকাশের সময় : ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

পাঁচ বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তন। আগামী ১৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আজ (১৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।

বিবৃতিতে আরো বলা হয়, এ পর্যন্ত ছয় হাজারেরও বেশি শিক্ষার্থী সমাবর্তনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। এবং অনুষ্ঠান সংক্রান্ত বিস্তারিত তথ্য শীঘ্রই জানানো হবে।

সমাবর্তনের ঘোষণা আসার পর থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। সমাবর্তনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানের (২০১৪–১৫) বর্ষের শিক্ষার্থী মো. সামিউল আলম বলেন, “একজন স্নাতকধারীর সবচেয়ে বড় অর্জন হচ্ছে সমাবর্তনের দিনে তার এই চার-পাঁচ বছরের ক্যাম্পাস জীবনের স্মৃতি, গর্ব, এবং অভিজ্ঞতাকে কালো গাউনে রূপান্তরিত করা। অবশেষে আমি সেই মাহেন্দ্রক্ষণে নিজেকে শামিল করতে যাচ্ছি এবং নিজেকে সৌভাগ্যবান মনে করছি। বাবা-মায়ের কঠোর পরিশ্রমের ফল হিসেবে তাদের এই দিনটি উৎসর্গ করতে পারব বলে আমি অশ্রুসিক্ত। বন্ধুবান্ধব, সহপাঠী ও সিনিয়রদের সঙ্গে একসাথে এই মুহূর্তটি উদযাপন করতে মুখিয়ে আছি।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব তার ফেসবুক পোস্টে জানান, “রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটি ঐতিহাসিক দিন আয়োজন করতে যাচ্ছে। ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হবে। আমরা এই আয়োজন সফল করতে সবার সহযোগিতা কামনা করছি।”

সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে এবং স্টেডিয়ামে এক জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানটি স্মরণীয় করে তোলা হবে। এটি শুধুমাত্র স্নাতকদের জন্য নয়, পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য একটি ঐতিহাসিক দিন হয়ে উঠবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সফল আয়োজনের জন্য সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ একাদশ সমাবর্তন ২০১৯ সালের ৩০ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি আবদুল হামিদ। পাঁচ বছর পর এই সমাবর্তন অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের পরিবেশে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।