দুরভিসন্ধিমূলক’ মামলা থেকে সাংবাদিক শামীমের নাম প্রত্যাহারের দাবি
- প্রকাশের সময় : ০৫:২৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
- / 32
ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা একটি মামলার এজাহার থেকে রাজবাড়ীর পাংশা উপজেলার সাংবাদিক শামীম হোসেনের নাম প্রত্যাহারের দাবিতে রোববার মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা। ‘পাংশায় কর্মরত সাংবাদিকবৃন্দ’ এর ব্যানারে পাংশার মালেক প্লাজার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন পাংশা প্রেসক্লাবের আহŸায়ক এমএ জিন্নাহ। ভুক্তভোগী শামীম দৈনিক কালবেলা ও আজকের পত্রিকা নামক দুটি পত্রিকার পাংশা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
ঘণ্টাকাল ব্যাপী মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সমকালের রাজবাড়ী প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, পাংশার সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির, কাজী সেলিম মাবুদ, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রুবেলুর রহমান, কালুখালী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক, কালবেলার জেলা প্রতিনিধি মোমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন রতন মাহমুদ।
বক্তারা বলেন, ২০২৪ সালের ১৯ জুলাই তারিখে ঢাকার যাত্রাবাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলায় আব্দুল্লাহ আবু নামে এক যুবক চোখ হারিয়েছে। এমন অভিযোগ এনে যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা তার বাবা আব্দুল বারিক শেখ ৮৮ জনের নাম উল্লেখ করে গত ৩১ অক্টোবর তারিখে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। এ মামলায় শামীম ৫৮ নং আসামি। অথচ শামীম ওই সময়কালে রাজবাড়ী জেলায় তার নিজ বাড়িতে অবস্থান করছিল। মামলার বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় অনেক সংবাদকর্মী বাদী আব্দুল বারিক শেখকে ফোন করেছিলেন। বাদী জানিয়েছেন শামীমকে তিনি চেনেন না। আর মামলায় কাদেরকে আসামি করা হয়েছে সে বিষয়েও তিনি ভালোভাবে জানেন না। সুতরাং এখানে পরিস্কার শামীমকে হয়রানী করার উদ্দেশ্যে দুরভিসন্ধিমূলক মামলাটি দায়ের হয়েছে। শামীম নির্দোষ। মামলার এজাহার থেকে তার নাম বাদ দিতে হবে।
রাজবাড়ী জেলার পাংশা, কালুখালী, বালিয়াকান্দি, গোয়ালন্দ উপজেলার সাংবাদিকরা এতে অংশগ্রুহণ করেন।