ত্বকের মৃতকোষ সারিয়ে তুলতে পারে বেকিং সোডা!
- প্রকাশের সময় : ১০:৪৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
- / ১০৩৮ জন সংবাদটি পড়েছেন
শীতকালে অনেকের ত্বকে রুক্ষতা বেড়ে যায়। আর্দ্রতা হারানো রুক্ষ ত্বক মুখের জেল্লা কমিয়ে দেয়। নিয়মিত ক্রিম মেখেও সমস্যার সমাধান হয় না। এ ক্ষেত্রে একমাত্র কাজে আসতে পারে এক্সফলিয়েটর। অর্থাৎ এমন কিছু যা ত্বককে মৃত কোষ মুক্ত করতে পারবে। রুপটান শিল্পীরা বলছেন, এ কাজে প্রায় সব রান্নাঘরেই থাকা বেকিং সোডা কাজে আসতে পারে।
কীভাবে ব্যবহার করবেন বেকিং সোডা?
১. বেকিং সোডা দিয়ে ফেসমাস্ক বানিয়ে ব্যবহার করতে পারেন। তিন চামচ বেকিং সোডার সঙ্গে এক চামচ পানি মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে মুখ ভালোভাবে মাসাজ করুন। ৫ মিনিট রেখে তার পর ধুয়ে ফেলুন। ত্বক শিশুদের মতো নরম হয়ে যাবে।
২. রূপটান শিল্পীরা বলছেন, বেকিং সোডা শুধু ত্বককে মৃত কোষমুক্ত করে তা-ই নয়, ত্বকের রন্ধ্রপথকেও পরিচ্ছন্ন রাখে। এমনকি হোয়াইট হেডস এবং ব্ল্যাক হেডসকেও পরিষ্কার করতে পারে বেকিং সোডা।
৩. বেকিং সেডার সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে ব্রণের দাগ বা ব্ল্যাক হেডসের ওপর লাগিয়ে রাখুন। সারা রাত ওভাবেই রেখে সকালে উষ্ণ পানিতে ঘষে পরিষ্কার করে ফেলুন।