কম্বল নিয়ে দুস্থদের কাছে ছুটছেন ডিসি
স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৫:১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
- / ১০৩১ জন সংবাদটি পড়েছেন
দুস্থদের শীত নিবারণে কম্বল নিয়ে ছুটছেন ডিসি। গত কয়েকদিন ধরে তিনি এ কার্যক্রম অব্যাহত রেখেছেন।
রোববার রাতেও রাজবাড়ী জেলার মিজানপুর ইউনিয়নের বাঘমারা, মহাদেবপুর, চরনায়ায়ণপুর এলাকার হতদরিদ্র শীতার্ত মানুষ, চন্দনী ইউনিয়নের ডাউকী ও ধাওয়াপাড়া এলাকার হতদরিদ্র শীতার্ত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জ্যোতিশ্বর পাল, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
Tag :