Dhaka ০৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

টঙ্গীর ইজতেমা ময়দান এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:৩৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • / ১০২৬ জন সংবাদটি পড়েছেন

 

গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাতের যোবায়েরপন্থি ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ্ব ইজতেমা ময়দান এবং এর আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিষয়টি বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে।

বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে বুধবার দুপুর ২টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ-পশ্চিম এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো।

এদিকে, টঙ্গীর ইজতেমা ময়দানের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করেছেন পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা।

প্রসঙ্গত, গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে গতকাল মঙ্গলবার মাঝরাতে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের সংঘর্ষে তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হন উভয় পক্ষের শতাধিক মুসল্লি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টঙ্গীর ইজতেমা ময়দান এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশের সময় : ০৩:৩৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪

 

গাজীপুরের টঙ্গীতে তাবলিগ জামাতের যোবায়েরপন্থি ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিশ্ব ইজতেমা ময়দান এবং এর আশপাশের এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ ঘোষণা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিষয়টি বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে।

বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে বুধবার দুপুর ২টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ-পশ্চিম এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো।

এদিকে, টঙ্গীর ইজতেমা ময়দানের দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় কাকরাইল মসজিদ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করেছেন পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা।

প্রসঙ্গত, গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখল নিয়ে গতকাল মঙ্গলবার মাঝরাতে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের সংঘর্ষে তিনজন নিহত হন। এ ঘটনায় আহত হন উভয় পক্ষের শতাধিক মুসল্লি।