Dhaka ১২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমিককে ভিডিও কলে রেখে জাবি ছাত্রীর আত্মহত্যা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • / ১০৩৪ জন সংবাদটি পড়েছেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) ভোরে বিশ্ববিদ্যালয়ের বীর প্রতীক তারামন বিবি হলের ৭০০৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। ঐ ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৫৩তম ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন।

হল সূত্রে জানা যায়, প্রেমিকের সঙ্গে মনোমালিন্যের জেরে তাকে ভিডিও কলে রেখেই ঐ ছাত্রী আত্মহত্যা সিদ্ধান্ত নেয়। তৎক্ষণাৎ ঐ প্রেমিক মেয়েটির বান্ধবীদের ফোন করে দ্রুত রুমে গিয়ে দরজা ভেঙে উদ্ধার করতে বলেন। তবে তারা সময়মতো দরজা ভাঙতে ব্যর্থ হন। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে তৎক্ষণাৎ উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ঐ ছাত্রী আত্মহত্যা করেছেন। তার বাড়িতে খবর পাঠানো হয়েছে। লাশ হিমাগারে রাখা হবে। পরিবারের সদস্যরা এসে নিয়ে যাবেন।’

বিশ্ববিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী বলেন, হলের ৭০০৫ নম্বর কক্ষে ঐ ছাত্রী একাই ছিলেন। ঘটনার পরে তার দেহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে আনা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এরপর সকাল পৌনে ১০টার দিকে আশুলিয়া থানা থেকে পুলিশ এসে মরদেহটি নিয়ে যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে লাশটি সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে আছে। তার পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রেমিককে ভিডিও কলে রেখে জাবি ছাত্রীর আত্মহত্যা

প্রকাশের সময় : ০৯:৫৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল থেকে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) ভোরে বিশ্ববিদ্যালয়ের বীর প্রতীক তারামন বিবি হলের ৭০০৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। ঐ ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৫৩তম ব্যাচের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন।

হল সূত্রে জানা যায়, প্রেমিকের সঙ্গে মনোমালিন্যের জেরে তাকে ভিডিও কলে রেখেই ঐ ছাত্রী আত্মহত্যা সিদ্ধান্ত নেয়। তৎক্ষণাৎ ঐ প্রেমিক মেয়েটির বান্ধবীদের ফোন করে দ্রুত রুমে গিয়ে দরজা ভেঙে উদ্ধার করতে বলেন। তবে তারা সময়মতো দরজা ভাঙতে ব্যর্থ হন। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে তৎক্ষণাৎ উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ঐ ছাত্রী আত্মহত্যা করেছেন। তার বাড়িতে খবর পাঠানো হয়েছে। লাশ হিমাগারে রাখা হবে। পরিবারের সদস্যরা এসে নিয়ে যাবেন।’

বিশ্ববিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী বলেন, হলের ৭০০৫ নম্বর কক্ষে ঐ ছাত্রী একাই ছিলেন। ঘটনার পরে তার দেহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে আনা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এরপর সকাল পৌনে ১০টার দিকে আশুলিয়া থানা থেকে পুলিশ এসে মরদেহটি নিয়ে যায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে লাশটি সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে আছে। তার পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।