রাজবাড়ীতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকাশের সময় : ০৪:৫২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
- / 42
রাজবাড়ীতে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল।
রাজবাড়ী পৌরসভা কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠাবার্ষকীর আলোচনায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন দেশ। আমরা আমাদের মর্যাদা নিয়ে থাকবো। আমরা বন্ধুত্ব চাই। কারও প্রভুত্ব মানি না। মানবোও না। আমরা ৫ তারিখে শেখ হাসিনাকে উৎখাত করেছি। কিন্তু এখনও তাদের ষড়যন্ত্র থেমে নেই। আধিপত্যবাদীরা ভারতের উস্কানিতে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বাংলাদেশে হিন্দু মুসলিম এক সাথে মিলে মিশে আছে। এটা তাদের ভালো লাগে না। এখানে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করতে চায়।
আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তৃতা করেন জেলা কৃষকদলের আহŸায়ক আইয়ুব আলী, সদস্য সচিব সিরাজুল আলম চৌধুরী প্রমুখ।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।